বাংলার খবর২৪.কম: স্বল্প সুদে ঋণ পাওয়ার আশা ব্যক্ত করে তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন দাবি করেছেন, রাজধানীর উত্তর বাড্ডার পাঁচ কারখানা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না তার।
রোববার রাজধানীর কাওরান বাজারে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে শ্রমিকদের কোনো ক্ষতিপূরণ না দিয়েই তোবার পাঁচ কারখানা বন্ধ করে দেয়ার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে দেলোয়ার হোসেন হাতজোড় করে বলেন, ‘কারখানা বন্ধ করা ছাড়া আমার কোনো রাস্তা নাই। আমি নিঃস্ব। আমার সব শেষ হয়ে গেছে।’
কোনো ব্যাংক, বীমা বা আর্থিক প্রতিষ্ঠান স্বল্পসুদে ২৫ থেকে ৩০ কোটি টাকা ঋণ দিলে আবার ঘুরে দাঁড়াতে পারবেন বলে উল্লেখ করেন দেলোয়ার হোসেন। ঋণ পেলে তিনি কারখানাগুলো সচল করতে পারবেন বলেও জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান