ঢাকা : আজ ১৪২২ খ্রিষ্টাব্দের প্রথম দিন (শুভ নববর্ষ)। আর এই বাংলা নববর্ষকে বরণ করে নিতে রমনার বটমূলের বর্ষবরণ উৎসবে অংশ নিতে এসেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মেয়র প্রার্থী সাঈদ খোকন রমনার বটমূলে বর্ষবরণ উৎসবে যান।
এরপর সেখানে কিছুক্ষণ কাটিয়ে চলে যান বাহাদুর শাহ পার্কে আওয়ামী লীগের বৈশাখী শোভাযাত্রায়।
এসময় সাঈদ খোকনের সঙ্গে ছিলেন- ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, সহ-সভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান মোস্তাক প্রমুখ।