ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক হাঙ্গামা, সংঘাত, সংঘর্ষ, হিংসা-বিদ্বেষ এবং নোংরামি বুঝতে হলে আপনাকে আর কিছু করতে হবে না, শুধু একবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিট পরিদর্শন করবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন বাংলাদেশের নোংরা রাজনীতির বিষয়ে।
এই ওয়ার্ডে সড়কে পেট্রলবোমার শিকার মানুষদের চিকিৎসা দেওয়া হয়। বাংলাদেশের ‘দুই নারীর’ দীর্ঘ যুদ্ধের কারণেই সাধারণ মানুষ পুড়ছে আগুনবোমায়।
গত রোববার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। সাংবাদিক এলেন বেরির করা প্রতিবেদনটি অনলাইনে প্রকাশিত হয়েছে ১২ এপ্রিল, ‘রাজনৈতিক হাঙ্গামায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষ’ শিরোনামে। আর ছাপা সংস্করণে প্রকাশিত হয়েছে ১৩ এপ্রিল, ‘দুই নারীর’ যুদ্ধে বহু হতাহত’ শিরোনামে।
প্রতিবেদনটি শুরু হয়েছে একটি ঘটনার বর্ণনা দিয়ে। বলা হয়, সম্প্রতি এক সকালে মোহাম্মদ নাজমুল মোল্লা নিচে বিছানার সারির দিকে তাকালেন, যেখানে ৩ জন মানুষ শুয়ে আছেন যারা বালুবোঝাই একটি ট্রাকে তাঁর সঙ্গেই ছিলেন, যখন ১ জন বিক্ষোভকারীর ছোঁড়া বোমায় তাদের ট্রাকের সামনের কাঁচ ভেঙে তাদের আঘাত করছিল। আর মোল্লাকে (২৫) বেশ ভাগ্যবানই বলতে হবে। যিনি কিনা বোমা হামলার সঙ্গে সঙ্গেই অন্যদিকের জানালা দিয়ে লাফ দিয়ে পড়েন। এতে পুড়ে না গেলেও তার হাঁড় এবং হাঁটু ভেয়ে যায়। তার পাশের অন্য আটজন মানুষের ভাগ্য খারাপ ছিল। তাদের মধ্যে পাঁচজন মারা যায় এবং বাকিদের প্রায় পুরো শরীর আগুনে পুড়ে গেছে। আর চোখ কোটর থেকে প্রায় বেরিয়ে এসেছে। দেশের রাজনৈতিক নেতাদের উদ্দেশে কিছু বলতে চান কি না, তা জানতে চাইলে অস্পষ্টভাবে মোল্লা বলেন, ‘তারা সাধারণ মানুষকে হত্যা করছে, তারা তাদের নিজের ভাইকে হত্যা করছে।’
গত জানুয়ারি মাসে যখন বিরোধী দলের নেতা খালেদা জিয়া দেশজুড়ে লাগাতার ধর্মঘট ও পরিবহন অবরোধ ঘোষণা করেন, তখন দেশটিতে বিশৃঙ্খলা শুরু হয়। খালেদা জিয়া আশা করেছিলেন এভাবে চাপ দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে জাতীয় নির্বাচন ঘোষণা করবেন। তখনো খালেদা জিয়া সমঝোতার আশা করেছিলেন, কিন্তু কেউ এগিয়ে আসেনি।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমেছে, ঢাকার রাজপথ তার স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদি কোনো সমাধান এখনো দেখা যাচ্ছে না।
গত রোববার বিশ্বব্যাংকের প্রকাশ করা এক প্রতিবেদন অনুযায়ী ৬২ দিনে রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনীতিতে ২.২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। অবরোধ শুরুর আগে বিশ্বব্যাংক ধারণা করেছিল, যে এই অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৬ শতাংশ হতে পারে। তবে নতুন প্রতিবেদনে সংস্থাটি বলছে এখন দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৫.৬ শতাংশ।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন এক সাক্ষাৎকারে বলেছেন, ‘দিনের পর দিন, বছরের পর বছর দেশের শিল্প-কারখানাকে আঘাত করলে কীভাবে আপনি প্রাণবন্ড থাকবেন? এতে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতাও তো প্রভাবিত হয়। আর দেশজুড়ে এই সহিংসতা শুরু হয়েছিল ২০১৪ সালের জাতীয় নির্বাচনের সময়। তখন থেকেই ‘দুই নারীর’ মধ্যে যুদ্ধ শুরু হয়। তখন সরকার নির্বাচনে ভোট চুরি করতে পারে এমন অভিযোগ এনে ২০-দলীয় জোটের নেতৃত্ব দেওয়া দল বিএনপির নেতা খালেদা জিয়া নির্বাচন বর্জন করেন। শেখ হাসিনা একে ধাপ্পাবাজি আখ্যা দিয়ে ২০-দলীয় জোটকে ছাড়াই নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এরপর এক বছর অপেক্ষা করে খালেদা অনির্দিষ্টকালের জন্য প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন।
এছাড়া, চলার পথে বোমা বিস্ফোরণে ১০০ জনের বেশি বাংলাদেশি মারা গেছেন। আর অনেকেই ভয়ঙ্করভাবে আহত হন। আন্দোলনকারীরা দেশের মহাসড়কগুলোতে অবরোধ করে এবং কখনো কখনো তা ছিল অনেক ভয়ানকভাবে। এর পরিপ্রেক্ষিতে সরকারও কঠোর ব্যবস্থা নেয়। ফলে খালেদা জিয়ার দলের বেশির ভাগ নেতা হয় গ্রেফতার হন নয়তো আত্মগোপনে চলে যান। এসব সহিংসতার দায় বিএনপির নেতারা না নিলেও তারা এটাও বলেন যে, অবরোধ এবং ধর্মঘট ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য জেনারেল (অবসরপ্রাপ্ত) মাহবুবুর রহমান বলেন, ‘আমি পোড়া মানুষদের আর্তচিৎকার শুনেছি, তাদের পঙ্গু শরীর দেখেছি, পোড়া মাংসের গন্ধ পেয়েছি। কিন্তু আমরা এটা বলতে চাই যে সরকার আমাদেরকে কথা বলতে দিচ্ছে না। এমনকি আমাদেরকে কোথাও জড়ো হওয়ারও অনুমতি দিচ্ছে না। আমাদের খবর জানাতে প্রতিবাদও করতে দিচ্ছে না। এমন পরিস্থিতিতে যখন আমাদের গণতান্ত্রিক অধিকারই খর্ব করা হচ্ছে তখন আমাদের আর কী-ই বা করার থাকে?। এই প্রচারণা পুরো দেশকেই আঘাত করেছে। পরীক্ষার আগেই শিক্ষার্থীদের স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, কৃষকরা তাদের ফসল পচে যেতে দেখেছেন, পর্যটনকেন্দ্রগুলো খালি পড়ে ছিল, তবে পোশাক খাতের মতো এত বেশি ক্ষতি আর কোনো খাতে হয়নি। বাংলাদেশের মোট রফতানি আয়ের ৮০ ভাগ আসে এই খাত থেকে।এখন এই খাতকে কম্বোডিয়া ও ভিয়েতনামের সঙ্গে বেশ প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে। সাব্বির মাহমুদের দুটি প্রকল্পে ৮২০ জন শ্রমিক কাজ করেন। তিনি খুব দ্রুতই এই ক্ষতি অনুভব করতে পারলেন।
এছাড়া, যে চারটি কোম্পানি তাদে প্রতিনিয়ত পণ্যের অর্ডার দিত তাঁদের মধ্যে দুটি কোম্পম্টা নিরাপত্তার কারণ দেখিয়ে জানুয়ারি মাসের অর্ডার বাতিল করে। ফলে ফেব্রুয়ারি ও মার্চ মাসে তাঁর কারখানার কাজ অর্ধেকে নেমে আসে। এ অবস্থায় কিছু শ্রমিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো ছাড়া তার আর অন্য কোনো উপায় ছিল না।
এমনকি মালামাল চট্টগ্রাম বন্দরে পৌঁছে দেওয়াও তার পক্ষে সম্ভব ছিল না। কেননা ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৬০ মাইল। স্বাভাবিক সময়ে যা পাড়ি দিতে ছয় ঘণ্টার মতো সময় লাগে।
সাব্বির মাহমুদ বলেন, ‘ড্রাইভাররা আমার কাছে প্রশ্ন করে, স্যার আমরা কীভাবে গাড়ি চালিয়ে যাব? কীভাবে আমরা এই পথ পাড়ি দেব, যদি ওরা আমাদের ওপর বোমা ছোড়ে?’ সাব্বির আরো বলেন, ‘আমি তাদেরকে টাকা দিতে পারবো কিন্তু তাদের জীবন তো ফিরিয়ে দিতে পারবো না।’ এরপর নিজের গাঁটের টাকা খরচ করে এসব পণ্য আকাশ পথে ক্রেতার কাছে পাঠিয়েছেন।
সাব্বির মাহমুদ ২০০০ মানুষের কর্মসংস্থান হয় এমন একটি কারখানা চালু করতে চেয়েছিলেন। কিন্তু এসব কারণে তা বারবারই পিছিয়ে গেছে। যদি অবরোধ চলতে থাকে তাহলে এই পরিকল্পনা আরো পিছিয়ে যাবে। ব্যবসায়ীরা দেশের চলমান সংকট নিরসনে ও অর্থনীতির স্বার্থে খালেদা জিয়া ও শেখ হাসিনা দুই জনের সঙ্গেই আলোচনা করেছেন। কিন্তু এই আলোচনায় কোনো সাফল্য আসেনি।
সাব্বির মাহমুদ বলেন, ‘কে গ্রাহ্য করবে? সরকার কোনো পরোয়া করে না। পোশাকশিল্পে জড়িতরা সব সময়ই তাদের এসব কথা বলছে। কিন্তু তারা পরোয়াই করছেন না। তবে কিছু সরকারি কর্মকর্তা ও কিছু অর্থনীতিবিদ দাবি করেন, রাজনৈতিক এই পরিস্থিতিতেও অর্থনীতি যথেষ্ট প্রাণবন্ড আছে। এবং তাঁরা এও বলছেন যে এই সময়ের মধ্যেও দেশের সবচেয়ে বড় পোশাক খাতের সব পণ্য জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সময়মতো পাঠানো সম্ভব হয়েছে। গত ২০১৩ সালে ঢাকার অদূরে পোশাক কারখানা রানা প্লাজা ধসে এক হাজারেরও বেশি মানুষ মারা যাওয়ার পর দেশটির পোশাক কারখানাগুলো সেই ধাক্কা সামলে উঠতে পারেনি।কারখানাগুলোকে ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে নতুন করে নিরাপত্তা ও মজুরি কাঠামো নিয়ে কাজ করতে হচ্ছে। বছরের এই প্রান্তিকে যদি অচলাবস্থা নিরসন হয় তাহলেও মে মাস নাগাদ দেশের রফতানি ২৫ থেকে ৩০ শতাংশ কমে যাবে বলে মনে করছেন পোশাকশিল্প খাতের সঙ্গে জড়িতরা। আর ঢাকার উত্তর অংশের কারখানা সিমকো ড্রেসেস লিমিটেডের পরিচালক খুররম সিদ্দিক রাজনৈতিক এই অনিশ্চয়তাকে ‘মানবসৃষ্ট দুর্যোগ’ বলে অভিহিত করলেন। তিনি বলেন, তাঁর প্রতিষ্ঠান এই বছর বিনিয়োগ করার বিষষটি আবারো ভেবে দেখছে।
তিনি আরো বলেন, ‘ভারত বা পাকিস্তানের মতো আমাদের বাংলাদেশে জাতিগত, ভাষাগত বা সাম্প্রদায়িক সমস্যা নেই। আমি বুঝতে পারি না যে চায়ের টেবিলে আলোচনা করে কেন এই সমস্যা সমাধান করা যাবে না? বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে সবচেয়ে বেশি কাজ করেন নারীরা। তাদের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। মিরপুরের আশপাশে একটি কক্ষ ভাড়া নিয়ে তারা পাঁচজন বাস করেন। এরা অনেকেই ওভারটাইম কমে গেছে বলে অভিযোগ করেছেন। আগে যেখানে কাজ শেষ করতে করতে রাত ৯-১০টা বেজে যেত এখন, সেখানে বিকেল চার-পাঁচটার মধ্যেই তাদের ছুটি হয়ে যাচ্ছে। এটা মোটেও কোনো ছোট ঘটনা নয়। কারণ থাকা-খাওয়াসহ আনুষঙ্গিক সব খরচের জন্য মাস শেষে তাঁরা বেতন পান মাত্র ছয় হাজার টাকা। আর যদি মালিকরা তাদের ছাঁটাই করে দেন তাহলে কী করবেন জানতে চাইলে এই নারী শ্রমিকরা গম্ভীর হয়ে যান। এঁদের বেশির ভাগই গ্রামের ভূমিহীন মানুষ। চাকরি চলে গেলে তাঁদের হাতে বিকল্প হিসেবে দৈনিক ৫০ টাকা মজুরিতে দিনমজুরের কাজ করার ছাড়া আর কিছুই থাকবে না। সাধারণত গ্রামের নারীরা উপার্জনের মতো কোনো কাজ করেন না, তাই তাদেরকে স্বামীর ওপর নির্ভর করতে হয়। তবে এই নারী শ্রমিকরা জানালেন, যতদিন পর্যন্ত নিজের কোনো ব্যবসা খোলার মতো সামর্থ হবে না ততদিন পর্যন্ত তাঁরা গ্রামে ফিরবেন না।
মোমেনা আক্তার (৩০) নামের এক নারী বলেন, ‘আমি যদি কোনো সঞ্চয় ছাড়া খালি হাতে গ্রামে ফিরে যাই তবে সেটা হবে আমার জীবনের সবচেয়ে খারাপ ব্যাপার। মোমেনার প্রতিবেশী ৫৫ বছরের মাহমুদা খাতুন বললেন, যদি পোশাকশিল্প ধ্বংসের কারণে কাউকে দায়ী করতে হয় তবে সেটা কে তা তিনি জানেন। তিনি বলেন, ‘এসব ঘটনার জন্য সরকারই দায়ী। আমি তাদেরকে বলব, তোমরাই দায়ী, আমি তাদেরকেই দোষ দেব। আমি তাদের বলব তোমাদের জন্যই এসব ঘটনা ঘটছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান