ঢাকা : চাঞ্চল্যকর রমনা বটমূল মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত চার জঙ্গি ধরাছোঁয়ার বাইরে রয়েছে। দীর্ঘদিনেও তাদের গ্রেফতার করতে পারেনি আইনশৃংখলা বাহিনী। এ চার জঙ্গি পলাতক অবস্থায় এখনও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে, এমন তথ্য পেয়েছে আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনী। পলাতক এ ৪ জঙ্গির মধ্যে ১জন আফ্রিকায় এবং একজন দুবাইয়ে অবস্থান করছে। আলোচিত রমনা বটমূল মামলায় মোট আসামির সংখ্যা ১৪।এদের মধ্যে ১০জনকে বিভিন্ন সময় গ্রেফতার করা হয়েছে। আর বেশিরভাগই র্যাবের হাতে গ্রেফতার হয়। গ্রেফতারকৃতদের সবাই এখন কারাবন্দি। কিন্তু আদালতের রায়ে ৮ জঙ্গির ফাঁসির রায় হয়েছে। আরবাকি ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, পলাতক ফাঁসির দণ্ড প্রাপ্ত আসামিদের গ্রেফতার করার জন্য আইনশৃংখলা বাহিনী সবসময় চেষ্টা করে যাচ্ছে। এদের মধ্যে কেউ কেউ বিদেশে পালিয়ে থাকায় গ্রেফতার করা যাচ্ছে না।
গত ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়নটের বর্ষবরণ অনুষ্ঠানে বর্বরোচিত বোমা হামলা চালায় উগ্র মতবাদে বিশ্বাসী নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্যরা। ভোরের আলো ফোটার আগেই শুরু হওয়া ঐতিহ্যবাহী এ বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ কেঁপে ওঠে জঙ্গিদের পেতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে। নতুন বছরকে স্বাগত জানাতে এসে মুহূর্তেই লাশ হয়ে যায় ১০ জন। আহত হন কয়েকশ নিরীহ মানুষ।
নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় ১৪ এপ্রিল রমনা থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু এ মামলাটিও মামলাজটে গতিহীন থাকে বছরের পর বছর। অবশেষে ২০১৪ সালের ২৩ জুন ঢাকার তৎকালীন দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমীন রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি হুজি নেতা মুফতি হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। বাকি ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। কিন্তু আদালতের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দণ্ডপ্রাপ্ত আসামিরা। যা এখন হাইকোর্টে বিচারাধীন। আদালত সুত্র জানায়, পেপারবুক তৈরি শেষ না হওয়ায় মামলার শুনানি শুরু হয়নি। কবে নাগাদ শুনানি শুরু হবে তাও নিশ্চিত করতে পারেননি আদালত সংশ্লিষ্টরা।
আর একাধিক সুত্র জানায়, ডেথ রেফারেন্স বিজি প্রেস থেকে ছাপানো হয়। বর্তমানে ২০০৯ ও ২০১০ সালের ডেথরেফারেন্স মামলার পেপার বুক তৈরি হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এ প্রক্রিয়ায় পেপার বুক তৈরি হতে থাকলে আলোচিত এ মামলার আপিল শুনানি শুরু হতেই আরও কয়েক বছর লেগে যেতে পারে।
এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হরে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক রোববার সাংবাদিকদের বলেন, অগ্রাধিকার ভিত্তিতে রমনা বটমূলে বোমা হামলা মামলার পেপারবুক তৈরির জন্য বিজি প্রেসে ছাপা হচ্ছে বলে জানতে পেরেছি। আশা করছি, মামলার আপিল শুনানি দ্রুত শুরু হবে।
সুত্র জানায়, এই চাঞ্চল্যকর মামলার ফাঁসির দণ্ড প্রাপ্ত চার আসামি হল মাওলানা তাজউদ্দীন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মুফতি শফিকুর রহমান ও মুফতি আবদুল হাই পলাতক রয়েছেন। এদের মধ্যে হরকাতুল জিহাদের সদস্য মাওলানা তাজউদ্দীন বর্তমানে দক্ষিণ আফিকায় এবং হাফেজ জাহাঙ্গীর আলম বদর দুবাইয়ে অবস্থান করছে বলে জানা গেছে।
র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, তাজউদ্দীন ও জাহাঙ্গীর বিদেশে অবস্থান করছে এমন তথ্য-উপাত্ত পাওয়া গেছে। তাদের বিষয়ে গোয়েন্দা অনুসন্ধান অব্যহত আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচিত এ মামলার বেশিরভাগ আসামিকে র্যাবই গ্রেফতার করেছে। পলাতক চারজনকেও গ্রেফতারের জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে।
এছাড়া এই মামলায় আরো ১০ আসামি কারাগারে রয়েছেনবলে জানা গেছে। তাদের মধ্যে ফাঁসির দ-প্রাপ্ত চার জঙ্গি ও যাবজ্জীবন দ-প্রাপ্ত ছয় আসামি কারাগারে আছেন। এর মধ্যে ফাঁসির আসামিরা হল মুফতি আবদুল হান্নান, মাওলানা আকবর হোসাইন, মাওলানা আবু বকর ও আরিফ হাসান সুমন। এছাড়া যাবজ্জীবন কারাদ- প্রাপ্তরা হচ্ছেন, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মাওলানা আবদুর রউফ, মাওলানা শওকত ওসমান হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা সাব্বির ওরফে আবদুল হান্নান এবং শাহাদাৎ উল্লাহ জুয়েল। মামলার তদন্তে বেরিয়ে আসে বর্বরোচিত এ হামলার মূল পরিকল্পনা করে হরকাতুল জিহাদ নেতা মাওলানা তাজউদ্দীন। ২০০১ সালের ১৩ এপ্রিল সকালে তাজউদ্দীনের অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে পরিকল্পনা করা হয়। ওই বৈঠকে অংশ নেয় জঙ্গি সংগঠনের সদস্য আরিফ হাসান ওরফে সুমন, আবদুর রাজ্জাক, জুয়েল, জনি। এছাড়া মাওলানা তাহের বোমা পাতার আগে রমনা বটমূলে স্থাপিত মূল স্টেজের আশপাশ রেকি করে আসে। এরপর ১৪ এপ্রিল ভোর ৪টায় হুজির অপারেশন স্কোয়াডের সদস্যরা স্টেজ নির্মাণ কর্মীর ছদ্মবেশ নেয়। তারা স্টেজের তিনদিকে চিপস ও টিস্যুর আড়ালে তিনটি শক্তিশালী বোমা পেতে রাখে। বর্ষবরণ অনুষ্ঠান শুরুর সঙ্গে সঙ্গে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। হামলার সঙ্গে জড়িত জঙ্গিরা গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে বলে, বর্ষবরণ অনুষ্ঠানে নারী-পুরুষের একত্রে অবস্থান করে গান- বাজনায় অংশ নেয়া ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ, উগ্র মতাদর্শ থেকেই তারা সেখানে হামলার সিদ্ধান্ত নেয়। নৃশংস এ হামলায় ৯ জন ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে হাসপাতালে মারা যান আরও একজন। কিন্তু আদালতের দেয়া মামলার রায়ের পর্যবেক্ষণে বলা হয়, বোমা হামলাকারীরা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে বা বাঙালি সংস্কৃতি চর্চা বন্ধে রমনার বটমূলে বোমা হামলা চালায়। রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠানের মূল মঞ্চের কাছাকাছি শক্তিশালী দুটি বোমা পুঁতে রাখে। এ বোমা হামলাকে বাংলাদেশের ইতিহাসে যতগুলো নৃশংসতম ও জঘন্যতম হত্যাকা- সংগঠিত হয়েছে তার মধ্যে অন্যতম বলে আখ্যায়িত করেন রায়দানকারী বিচারক।
মামলার অভিযোগপত্রে বলা হয়, আফগানিস্তানে তালেবানদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণকারী আধুনিক অস্ত্র চালানোয় পারদর্শী মুফতি হান্নান মুন্সি, মুফতি শফিকুর রহমান, মাওলানা আবদুর রউফ, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা নূরউদ্দিন নুরুল্লাহ, মাওলানা আবু সাঈদসহ কতিপয় ব্যক্তি আফগান যুদ্ধ শেষে বাংলাদেশে ফেরত এসে হরকাতুল জিহাদ বাংলাদেশ নামে একটি মৌলবাদী সংগঠন সৃষ্টি করে। সহযোগী হিসেবে মাওলানা আবু তাহের, মাওলানা তাজউদ্দীন, আহসান উল্লাহ কাজল, মুত্তাকিন, মুরসালিন মহিবুল্লাহ, মাওলানা আবু বকর, জাহাঙ্গীর আলম বদর, মাওলানা সাব্বির, ওমর ফারুক, আরিফ হাসান সুমনদের ওই সংগঠনে সম্পৃক্ত করে।
এরা বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের মাধ্যমে লোকজনকে হতাহত করে দেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি ও তৎকালীন আওয়ামী লীগ সরকারকে অস্থিতিশীল করার জন্য কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রীর জনসভায় শক্তিশালী বোমা পুঁতে রাখে। এ ছাড়াও যশোরে উদীচী শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ ঘটানোসহ নানা ধরনের ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয় এসব জঙ্গি। সিলেটে শেখ হাসিনাকে হত্যার চেষ্টাসহ ডা. রিফাতের বাসায় বোমা বিস্ফোরণ, ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলা, মেয়র কামরান, সুরঞ্জিত সেনগুপ্ত, শাহ এমএস কিবরিয়া, জেবুন্নেছা হক এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় এসব জঙ্গি জড়িত ছিল বলে জানা গেছে।