লালমনিরহাট : পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি নৈশকোচে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় 'হানিফ পরিবহনের একটি নৈশকোচ ও তার চালক বকুল হোসেনকে (৩৫) আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে বুড়িমারী স্থলবন্দর হানিফ কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি নৈশকোচে অভিযান চালানো হয়। এসময় বাসের ভেতর থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফেন্সিডিলের বোতলগুলো বাসটির ভেতরে ছাদে থাকা সাউন্ডবক্সের মধ্যে রাখা ছিল। উদ্ধারকৃত ফেনসিডিলগুলো ঢাকায় পাচারের চেষ্টা করা হতে ছিল।
এঘটনার পর বুড়িমারী স্থলবন্দর হানিফ কাউন্টারের ম্যানেজার আবুল কালাম আজাদ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, 'গোপন সংবাদে ওসি (তদন্ত) মাহফুজ আলম ও উপপরিদর্শক(এসআই) ইয়াকুব আলী বাসটি আটক করেন। পরে অভিযান চালিয়ে ১২০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ অভিযোগে চালককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান