ঢাকা : নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হলে তিন সিটিতে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি।
সোমবার রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসভবনে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. খন্দকার মাহবুব হোসেন।
রাতে জ্যেষ্ঠ আইনজীবী-পেশাজীবীদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আইনজীবী ও পেশাজীবীদের ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর বেরিয়ে এসে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিন সিটিতে জয়ের আশাবাদ ব্যক্ত করেন খন্দকার মাহবুব।
সোমবার রাত ৯টা ১০ মিনিটে তারা খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। এরপর ১১টার পরে বেরিয়ে আসেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন এসময় বলেন, বিএনপিসহ ২০ দল এখন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ব্যস্ত আছে।
ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ছাড়াও এ বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপিপন্থি শিক্ষাবিদ অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. জাফরউল্লাহ চৌধুরী প্রমুখ।
জানা যায় বৈঠকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে তিনটি কমিটি গঠন করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান