ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন।
সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধির ৬ এর ২(ঙ) ধারায় উল্লেখ আছে, ‘নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থী নিজ ছবি ও প্রতীক ব্যতীত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নাম বা ছবি ছাপাইতে কিংবা ব্যবহার করিতে পারিবেন না। কোনো প্রার্থী প্রতীক ব্যবহার বা প্রদর্শনের জন্য একাধিক রঙ ব্যবহার করিতে পারিবেন না।’
কিন্তু সোমবার বিকেলে রাজধানীর মাদারটেক আবদুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাঈদ খোকনের সবুজবাগ থানা নির্বাচনী প্রচারণা কমিটির আয়োজিত কর্মীসভার ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর রঙিন ছবি ব্যবহার করা হয়েছে।
এটি সিটি করপোরেশন নির্বাচনের আচরণ বিধির ৬ এর ২(ঙ) ধারার লঙ্ঘন।
নির্বাচনী কর্মীসভায় বক্তব্য রাখেন সাঈদ খোকনের প্রধান নির্বাচনী সমন্বয়ক ও আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।
- S
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান