ডেস্ক : ইরানের দুই যুবককে যৌন হয়রানির সঙ্গে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত সৌদিগামী ওমরার সকল ফ্লাইট স্থগিত করেছে তেহরান।
সোমবার দেশটির সংস্কৃতিমন্ত্রী আলী জান্নাতি এ ঘোষণা দেন।
তিনি জানান, দায়ীদের শাস্তি হলেই ফ্লাইটগুলো পুনরায় চালু হবে।
গত মার্চ মাসে জেদ্দা বিমানবন্দরে সৌদি নিরাপত্তাবাহিনী ইরানের দুই যুবককে যৌন হয়রানি করেছে বলে অভিযোগ উঠেছে।
ওই ঘটনার প্রতিবাদে শনিবার শত শত মানুষ তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ করেন। তারা এ ঘটনার বিচার দাবি করেন। সেই সঙ্গে ওমরা স্থগিত রাখার আহবান জানান।
প্রসঙ্গত, প্রতিবছর প্রায় পাঁচ লাখ ইরানি ওমরা পালন করতে সৌদি আরব যান। ইরানের এই পদক্ষেপ আঞ্চলিক দুই শক্তিধর রাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে আরও অবনতির দিকে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কারণ ইয়েমেন ইস্যুতে ইতোমধ্যে দুই দেশের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন চলছে।
সোমবার ইরানের সংস্কৃতিমন্ত্রী আলী জান্নাতি সরকারি টেলিভিশনে বলেন, ‘আমি হজ ও ওমরা সম্পর্কিত সংস্থাকে নির্দেশ দিয়েছি, সৌদি সরকার দায়ীদের বিচার ও শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত তারা যেন ওমরা স্থগিত রাখেন।’
তিনি জানান, সৌদি সরকার এর আগে দায়ীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এমনকি তাদের ফাঁসি হবে বলে নিশ্চয়তা দেন সৌদি কর্মকর্তারা। কিন্তু বাস্তবে তার কিছুই করা হয়নি।
সূত্র : বিবিসি –