সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে অন্যায়ভাবে আটকের পর রাতের আধারে গুলি করে শিবির কর্মী আনিসুর রহমানকে হত্যার প্রতিবাদে আগামী বুধবার সিরাজগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শাখা। একইসঙ্গে তার শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় আগামীকাল মঙ্গলবার দোয়া কর্মসূচি পালন করবে ছাত্রশিবির।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রশিবিরের সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি মইনুল ইসলাম ও সেক্রেটারি হারুনুর রশিদ এ কর্মসূচির ঘোষণা করেন।
নেতৃবৃন্দ বলেন, আওয়ামী জালিম সরকারের নির্দেশ পালন করতে গিয়ে একের পর এক ছাত্রশিবির নেতাকর্মীকে হত্যা করে চলেছে পুলিশ। গত ১২ তারিখ রাতে অন্যায়ভাবে গ্রেপ্তারের পর গভীর রাতে পুলিশ ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে শিবির কর্মী আনিসুর রহমানকে। এই মেধাবী ছাত্রকে বর্বরভাবে হত্যার প্রতিবাদে আগামী বুধবার সিরাজগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ও তার শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় মঙ্গলবার দোয়া কর্মসূচি পালন করা হবে। আমরা সিরাজগঞ্জের সকল জনশক্তি ও ছাত্রসমাজকে শান্তিপূর্ণ উপায়ে এ কর্মসূচি পালন করার জন্য আহবান জানাচ্ছি। সাথে সাথে সরকার ও পুলিশ প্রশাসনকে ছাত্রসমাজের গণতান্ত্রিক এ কর্মসূচিতে বাধা না দিয়ে সহযোগিতা প্রদান করতে অনুরোধ জানাচ্ছি।