ঢাকা : ফেসবুকে স্ট্যাটাস দেয়া কেন্দ্র করে শিক্ষককে লাঞ্চিত করার ঘটনায় ছাত্রলীগ এবং শিক্ষক সমিতির পাল্টপাল্টি কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ফলে বন্ধ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি এবং ছাত্রলীগেরও পাল্টা কর্মসূচি চলছে। সোমবার কোনো ধরণের ক্লাস-পরীক্ষা হয়নি।
এদিকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. জাহাঙ্গীর আলমকে অপসারণের দাবিতে সোমবার বুয়েটের শহীদ মিনারের মানববন্ধন করা হয়েছে। বুয়েটের হিন্দু ছাত্র সম্প্রদায় ও বুয়েটের সচেতন ছাত্র সমাজের ব্যানারে এ মানববন্ধন করা হলেও ছাত্রলীগের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে লিখিত বক্তব্যে বলা হয়, বুয়েট শিক্ষকের আদালত অবমাননা এবং সাম্প্রদায়িক উস্কানির পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে ভিসি অফিসে নিয়ে বিচার দাবি করেন। তখন কিছু শিক্ষক বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। তারা বুয়েট ১০ বছরের জন্য বন্ধ করে দেয়ার হুমকি দেয় বলেও দাবি করা হয় মানববন্ধন থেকে।
তারা একজন শিক্ষকের নিকট থেকে এ ধরণের অবস্থান খুবই হতাশাজনক হিসেবে অভিহিত করেন এবং ড. জাহাঙ্গীর আলমের দ্রুত অপসারণ করার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচী পালন করার হুশিয়ারি উচ্চারণ করেন।
উল্লেখ্য, জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি হওয়ার পর বুয়েটের শিক্ষার্থীদের ফেসবুকের ফান পেজ ‘আড়ি পেতে শোনা’য় কয়েকজন শিক্ষার্থী স্ট্যাটাস দেন। এতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. জাহাঙ্গীর আলম মন্তব্য করেন।
তাতে হিন্দু ধর্মের প্রতি কটুক্তি করা হয়েছে অভিযোগ করে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে কিছু শিক্ষার্থী ওই শিক্ষকের রুমে তাকে লাঞ্চিত করেন।
এর প্রতিবাদে বুয়েট শিক্ষক সমিতি আগামী শনিবার পর্যন্ত কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দোষীদের শাস্তি না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ারও হুশিয়ারি উচ্চারণ করেছেন তারা।
অপরদিকে ছাত্রলীগও ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান