হবিগঞ্জ : দায়িত্বে অবহেলার অভিযোগে হবিগঞ্জ জেলা কারাগারের তিন কারারক্ষীকে প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
তিন কারারক্ষী হলেন- কামাল হোসেন, জাকির হোসেন ও শাহনাজ মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা কারাগারে বন্দী হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক মহিবুর রহমান শাওন রোববার একটি মামলায় জামিন লাভ করেন। তাকে আনতে ওই দিন বিকেলে কারাগারে যান জেলা ছাত্রদল সদস্য রাইসুল ইসলাম রাজু ও হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম শিপন। এ সময় কারারক্ষী কামাল হোসেন, জাকির ও শাহনাজ মিয়ার সঙ্গে ছাত্রদল নেতা শিপন ও রাজুর হাতাহাতি হয়। এ ঘটনায় কারারক্ষীরা শিপন ও রাজুকে আটক করে মারধর করেন।
পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ আটক শিপন ও রাজুকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ শিপন ও রাজুর বিরুদ্ধে মামলা দায়ের করে। রাতে পুলিশ প্রহরায় শিপন ও রাজুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে নির্ধারিত সময়ের (বিকেল ৫টা) পর কারাগার গেটের ভেতর দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়ার নিয়ম না থাকলেও ছাত্রদলের দুই নেতাকে প্রবেশ করতে দেওয়ায় ওই তিন কারারক্ষীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
জেল সুপার নুরশেদ আহমেদ ভূঁইয়া জানান, নিয়ম ভঙ্গ করে দর্শনার্থীদের কারাগারের গেটের ভেতর প্রবেশ করতে দেওয়ায় তিন কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা ও তাদের প্রত্যাহার করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান