চট্টগ্রাম : মেয়র প্রার্থী মনজুর আলমের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, হাতি বনে সুন্দর, যদি বন ছেড়ে লোকালয়ে নেমে আসে তাহলে মানুষের প্রাণ নাশের ঘটনা ঘটে, ধ্বংস হয় জনপদ, শষ্য ক্ষেত।
তাই মত্ত হাতির তা-ব থেকে সতর্ক থাকার জন্য ভোটারদের প্রতি আহবান জানান তিনি। এবং বর্তমান সরকারের দুঃসাশনের প্রতিবাদে আগামী ২৮ এপ্রিল কমলালেবু মার্কায় ভোট দিয়ে মনজুর আলমকে জয়যুক্ত করার আহবান জানান।
২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমের সাথে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে পথ সভায় এই সব কথা বলেন তিনি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলম রোববার বিকালে নগরীর জালালাবাদ, নন্দির হাট, বড় দীঘির পাড়, খিল্লা পাড়া, পশ্চিম খাগড়িয়া, ছড়ারকুল, সন্দ্বীপ কলোনী, চৌঁধুরী হাট এবং ভাটিয়ারী ৩নং বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে মেয়র প্রার্থী মনজুর আলম বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী মনোনয়ন দিয়েছেন সে জন্য আমি কৃতজ্ঞ। গত সাড়ে চার বছরে মেয়র থাকাকালিন ১ নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। এসব এলাকা সবচেয়ে বেশী অনুন্নত ছিল।