ঢাকা : সরকার জামায়াতকে আদর্শিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে প্রতিশোধ-প্রতিহিংসায় উন্মত্ত হয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে অন্যায়ভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর আমির মাওলানা রফিকুল ইসলাম খান।
রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেন, ‘‘ক্ষমতার ৬ বছরে সারাদেশে জামায়াত-শিবিরের শত শত কর্মীদের হত্যা করে বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিভিয়ে দিতে চেয়েছে আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় সকল প্রকার আইনগত ও মানবিক অধিকার হরণ করে কামারুজ্জামানকে তড়িঘড়ি করে হত্যা করলো সরকার। কিন্তু এই হত্যাকা-ের মাধ্যমে ইসলামী আন্দোলনের অকুতোভয় কর্মীদের একবিন্দু পরিমাণ বিচলিত করতে পারেনি স্বৈরাচারী সরকার। শহীদের স্বপ্নের সমাজ বিনির্মাণের মাধ্যমে হত্যাকা-ের এই নির্মম ষড়যন্ত্রের সমোচিত জবাব দেয়া হবে। শহীদদের রক্তে ভেজা বাংলায় আল্লাহর দ্বীনকে বিজয়ী করেই শহীদ কামারুজ্জামানের প্রতিফোঁটা রক্তের ঋণ শোধ করা হবে।
তিনি বলেন, কথিত যুদ্ধাপরাধ আইন আন্তর্জাতিক মানে উত্তীর্ণ তো নয়ই বরং এখানে দেশীয় মানও রক্ষা করা হয়নি। শুরু থেকে শেষ পর্যন্ত এই বিচার ছিলো সরকারের ছকে সাজানো প্রহসন। বিচারপতির স্কাইপ কেলেংকারি, ট্রাইব্যুনাল চত্বর থেকে সাক্ষী অপহরণ, মন্ত্রীদের বিচার নিয়ে আগাম মন্তব্য ও প্রসিকিউশনের সেফ হাউস কেলেংকারিসহ বিভিন্ন বিতর্কিত আচরণে দেশে ও আন্তর্জাতিক মহলে কথিত ট্রাইব্যুনাল ব্যপকভাবে সমালোচিত হয়েছে। এছাড়া জাতিসংঘ, ইউরোপিয় ইউনিয়ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউমেন রাইটস ওয়াচ, যুক্তরাস্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক রাস্ট্র ও মানবাধিকার সংস্থা সরকারের গড়া এই ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।
তিনি আরো বলেন, ইসলাম ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তারাই নি:শেষ হয়ে গেছে। এর আগেও জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে, নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে, জুলুম-নির্যাতন চালানো হয়েছে। কিন্তু জুলুম-নির্যাতনের মাত্রা যত বৃদ্ধি পেয়েছে জনগণের হৃদয়ে জামায়াতের অবস্থান তত মজবুত হয়েছে। আদর্শিক সংগ্রামকে বিজয়ী করতেই যে দলের শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল কর্মীরা জীবন রক্ষার জন্য কোন রাজনৈতিক গড়াপেটা করে না, রাষ্ট্রপতির মার্জনার তোয়াক্কা না করে শাহাদাতের অমীয় সুধা পান করতেই ফাঁসির মঞ্চে সুস্থীর ভাবে হেঁটে যায় সে আন্দোলনকে বাধাগ্রস্থ করার শক্তি এই জালিম সরকারের নেই।’’