রাজশাহী : রাজশাহীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন রোববার অনুষ্ঠিত এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় নয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বহিস্কার করা হয়।
রোববার বিকেলে এই তথ্য নিশ্চিত করেন রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ।
তিনি জানান, পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাটে দু’জন করে ৮ জন এবং বগুড়ায় একজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
রোববার রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে আট জেলায় সর্বমোট ১৮৫টি কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলো ৯৭ হাজার ৫২২ জন। তবে উপস্থিত ছিল ৯৬ হাজার ৩৫৩ জন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান