বাংলার খবর২৪.কম,ডেস্ক : ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে এমনিতেই বিরতি দূর অস্ত। বিষয়টি নিয়ে এ বার বিতর্কে জড়িয়ে গেল আর্জেন্টিনা ফুটবলের সুপারস্টার লিওনেল মেসির নাম।
বিতর্কে উস্কানি দেয়ার অভিযোগ ইসরাইল শিবিরের দিকেই। শনিবার হামাসের ছোড়া ক্ষেপণাস্ত্রে মারা গিয়েছে ইসরাইলের বছর চারেকের একটি বাচ্চা।
সপ্তাহ দু’য়েক আগে মেসি ফেসবুক পেজে আহত এক ফিলিস্তিনি কিশোরকে পাশে নিয়ে ছবি পোস্ট করেছিলেন। গাজার পরিস্থিতি নিয়ে দুঃখপ্রকাশও করেছিলেন।
ইসরাইলের দাবি, মেসি এবার দুঃখ প্রকাশ করুন নিহত ইসরায়েলি কিশোর ড্যানিয়েল ট্রেগারম্যানের মৃত্যুতেও।
মেসি এর আগে তার পেজে লিখেছিলেন, “ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের যে সমস্ত ছবি দিনের পর দিন দেখছি, তাতে ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডার এবং একজন বাবা হিসেবে খারাপ লাগছে।”
ট্রেগারম্যানের মৃত্যুতেও সহানুভূতির বার্তা দিক মেসি, দাবি উঠেছে মূলত ইসরাইলি নাগরিকদের তরফেই।
আর্জেন্টিনার পাশাপাশি মেসি এফ সি বার্সেলোনার হয়েও খেলেন। যার মূল স্পনসর কাতার এয়ারওয়েজ। এই বিমান সংস্থাই আবার গাজায় নিয়মিত বড় অঙ্কের অনুদান পাঠায়।
সেই দিক থেকেও কটাক্ষ এসেছে মেসিকে লক্ষ্য করে। পোস্ট করা হয়েছে মেসির জার্সি পরা নিহত ইসরাইলি কিশোর ট্রেগারম্যানের ছবিও।ওয়েবসাইট।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান