ঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ আইন শৃঙ্খলা বাহিনীর নিকট জীবিত আছেন, শিগগিরই তাকে দেখতে পাবো বলে আশাবাদ ব্যক্ত করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির অপর যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
শনিবার সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দুপুরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠককালে তাদের কথাবার্তায় আমরা আশ্বাস্ত হয়েছি যে বিএনপির নিখোঁজ নেতা সালাহ উদ্দিন আহমেদ জীবিত আছেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট আছেন।
খোকন বলেন, বিএনপি যদি স্বাভাবিক রাজনীতি করতে চায় তাহলে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না বলেও কশিনারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
খোকন আরো বলেন, ডিএমপি কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন- তালিকা ভুক্ত সন্ত্রাসী ছাড়া কাউকে গ্রেফতার বা হয়রানি করা হবে না। পুলিশ যথাযোগ্য অভিযোগ ব্যতীত কাউকে অন্যায়ভাবে গ্রেফতার কিংবা হয়রানি করবে না।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী, প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান