ঢাকা : জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে নন্দিত আর বর্তমান সরকারকে ধিকৃত বলে আখ্যায়িত করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার।
শুক্রবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামারুজ্জামান গণমানুষের প্রিয় নেতা। ষড়যন্ত্রের শিকার এই মহান নেতা মানুষের কাছে নন্দিত, উল্টো দিকে ষড়যন্ত্রকারী আওয়ামী সরকার সকলের কাছেই ধিকৃত।
শিবির সভাপতি বলেন, কামারুজ্জামান বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে তিনি যেমন ছাত্র রাজনীতিতে ভূমিকা রেখেছেন, একইভাবে জাতীয় রাজনীতিতেও অনবদ্য ভূমিকা রেখে চলেছেন। ইসলামের সেবায় ও গণতন্ত্রের পক্ষে কামারুজ্জামানের ভূমিকাই তাঁকে ফ্যাসিবাদী সরকারের শত্রুতে পরিণত করেছে। আজ কামারুজ্জামানকে অন্যায়ভাবে ফাঁসিকাষ্ঠে ঝোলানোর যে পায়তারা চলছে, তা সারাদেশের ইসলামপ্রেমী ও গণতন্ত্রকামী মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছে।
তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, কামারুজ্জামান কে ছিলেন, কী করেছেন তা আপনারা ভালো করেই জানেন। মুক্তিযুদ্ধ চলাকালে যার বয়স কুড়িও পেরোয়নি, তাকে আজ নানান কিসসা সাজিয়ে হত্যার পায়তারা চলছে। আপনারা প্রত্যেকেই আজ এই হত্যার অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ান। তা নাহলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সামনের দিনে আরো হাজারো নিরপরাধ মানুষকে অবিচারের মাধ্যমে হত্যার চেষ্টা করবে।’’
সংগঠনের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সেলিম উদ্দিন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান