ডেস্ক : বাঙ্গালিদের সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রেসিডেন্ট ও জনগণের পক্ষে শনিবার এ শুভেচ্ছা বার্তা জানান।
শনিবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এই তথ্য জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, পহেলা বৈশাখ বাঙালি ও বাংলা ভাষা-ভাষীদের জন্য এক ঐতিহাসিক ও প্রাণের উৎসব।
বাংলা ভাষা-ভাষীদের রয়েছে দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য, গান, সিনেমা, কবিতা, শিল্প, সাহিত্য।
বর্ণিল এই উৎসবে বাংলা ভাষা-ভাষীদের সঙ্গে যুক্তরাষ্ট্রও সহযোগী ও বন্ধু হিসেবে যুক্ত হবে।
বার্তায় আরও বলা হয়, পহেলা বৈশাখের উৎসব শাস্তি ও সমৃদ্ধির সঙ্গে উদযাপিত হোক। শুভ নববর্ষ!