ডেস্ক: পাকিস্তানে নারী শিক্ষার প্রবক্তা তরুণী মালালা ইউসুফ জাইয়ের নামে একটি গ্রহাণুপুঞ্জের নামকরণ করেছেন নাসার বিজ্ঞানীরা।
নোবেল বিজয়ী মালালার নামে নাম রাখা চার কিলোমিটার ব্যাসের এই গ্রহাণুপুঞ্জটি প্রতি সাড়ে পাঁচ বছরে সূর্যের চারদিক প্রদক্ষিণ করে।
মঙ্গলগ্রহ ও বৃহস্পতিগ্রহের মাঝখানে মূল গ্রহাণুপুঞ্জের কক্ষপথে অবস্থিত নতুন এই গ্রহাণুখন্ডটি আবিষ্কার করেছেন নাসার বিজ্ঞানী এমি মেনজার।
গ্রহাণুপুঞ্জের এধরনের নামকরণ বিরল ঘটনা।
তবে আন্তর্জাতিক জ্যোর্তিবিজ্ঞান ইউনিয়নের নিয়মাবলী অনুযায়ী কোনো গ্রহাণুপুঞ্জের আবিষ্কারককে এই অধিকার দেওয়া আছে ।
এই গ্রহাণুপুঞ্জ এমি প্রথম আবিষ্কার করেন ২০১০ সালে, তবে তখন তার পরিচয় ছিল শুধু ৩১৬২০১ এই নামে।
সূত্র: বিবিসি