ঢাকা : পৃথিবীর এমন কোনো শক্তি নেই আমাদের পরাজিত করবে এ মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন।
শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
খোকন বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে স্বাধীনতা বিরোধী শক্তি পরাজিত হবেই। আমি বিশ্বাস করি, ঢাকাবাসী অতীতের মতো আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবে না।
তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের বিজয় ছিনিয়ে আনতে হবে। পৃথিবীর কোনো শক্তি নাই আমাদের পরাজিত করে। সবাই মিলে কাজ করবেন।
এ সময় তিনি আরও বলেন, গত তিন মাসে বিএনপি-জামায়াত যেভাবে হরতাল-অবরোধের নামে নিরীহ মানুষকে হত্যা করেছে। এর কি কোনো বিচার হবে না? ২৮ এপ্রিল সিটি নির্বাচনে ব্যালটের মাধ্যমে আপনারা এ বিচার পক্রিয়া শুরু করবেন।
বাবার স্মৃতিচারণ করে তিনি বলেন, যে বন্ধন-আবেগ ঢাকার সঙ্গে আমার ও আমার পরিবারের। এর স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সমর্থন দিয়েছেন। ঢাকাবাসীর জন্য আমার মা আমাকে উৎসর্গ করেছেন। একটি করে ভোট প্রার্থনা করে আমাকে বিজয়ী করেন। বাসযোগ্য একটি ঢাকা আপনাদের উপহার দিতে পারবো।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহে আল মুরাদের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক ড. আবদুর রাজ্জাক, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ফজলে নূর তাপস, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।