গাজীপুর : আগামী জুলাইয়েই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা ফ্লাইওভার উদ্বোধন শেষে স্থানীয় পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।
বিকেল ৪টা ৫৫ মিনিটে এ ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি বলেন, আগামী জুলাই মাসের মধ্যেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজ শেষ হবে।
এসময় তিনি আরও বলেন, সম্প্রতি দেশের পশ্চিমাঞ্চলে আরও ৬০টি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশ উন্নয়নমূলক কাজ বৃদ্ধি পায় অথচ বিএনপি ক্ষমতায় আসলে উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত হয়। তারা (বিএনপি) ক্ষমতায় আসলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে আমাদের রেখে যাওয়া সকল উন্নয়ন কাজ বন্ধ করে দেয়।
কেবল তাই নয়, বিএনপি-জামায়াত জোটের দুর্নীতির কারণে দাতাগোষ্ঠী বাংলাদেশকে দেয়া অর্থ বন্ধ করে দেয়।
বক্তৃতায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের অতীতের উন্নয়ন কর্মকাণ্ডের তুলে ধরেন। একইসঙ্গে হাতে নেওয়া কর্মসূচি ও ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান