অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত Logo বাউফলে ইউএনও’র বিচারের দাবীতে মানববন্ধন! Logo পাটগ্রাম সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক Logo মোটরসাইকেল দুর্ঘটনায় নিলয় চন্দ্র নামে এক যুবক নিহত Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ

সন্ধ্যায় ইয়েমেন থেকে ফিরছে আরও ১০ বাংলাদেশি

ঢাকা : সন্ধ্যায় ইয়েমেন থেকে আরও দশ বাংলাদেশি ঢাকায় ফিরছেন। ‘ফ্লাই দুবাই’র এফ জেড ৫৮৫ নম্বর ফ্লাইট যোগে সন্ধ্যা পৌনে ৭টায় তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

শনিবার বিকেলে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

এর আগে গত শুক্রবার বিকেলে ইয়েমেনে কর্মরত ১১ বাংলাদেশি ঢাকায় পৌঁছে। তাদের মধ্যে আটজন নারী ও শিশু ছিলেন।

পররাষ্ট্র সচিব জানান, ইয়েমেনের এডেন বন্দর থেকে শনিবার ৫৬ জন বাংলাদেশিকে আফ্রিকার দেশ জিবুতিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের ভারতীয় নৌবাহিনীর জাহাজের সহায়তায় জিবুতিতে নিয়ে যাওয়া হয়। এর আগে গত শুক্রবার ইয়েমেনের আল হুদাইদা শহর থেকে ২৭২ জন বাংলাদেশিকে ভারতীয় নৌবাহিনীর জাহাজের সহায়তায় জিবুতিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। যার মধ্যে ২৬১ জন পুরুষ, ৫ জন নারী ও ৫ জন শিশু।

পররাষ্ট্র সচিব আরও জানান, তিন দফায় ৩৬০ জন বাংলাদেশিকে জিবুতিতে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। যার মধ্যে ৩৪০ জন ভারতীয় নৌবাহিনীর জাহাজ এবং ২০ জন এয়ার ইন্ডিয়ার মাধ্যমে ইয়েমেন থেকে জিবুতিতে পৌঁছান।

জিবুতিতে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র সচিব জানান, একটি বৃহদাকার ক্রুজ শিপের মাধ্যমে জিবুতি থেকে ভারতের কেরালার কোচিন বন্দরে বাংলাদেশিদের নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে তাদেরকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটযোগে দেশে ফিরিয়ে আনা হবে।

প্রাপ্ত তালিকা অনুযায়ী ৫০০’র কিছু বাংলাদেশি ইয়েমেনে রয়েছেন বলে জানিয়েছেন মো. শহীদুল হক।

এরই মধ্যে ভারত তাদের উদ্ধার অভিযান শেষ করেছে। এ অবস্থায় ইয়েমেনে আরও বাংলাদেশের নাগরিকের খোঁজ পাওয়া গেলে তাদের কিভাবে উদ্ধার করা হবে এমনটি জানতে চাইলে শহীদুল হক বলেন, আমরা বিকল্প ভেবে রেখেছি। সমস্যা হবে না।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বাংলাদেশকে সহায়তা করছে এবং সামনেও করবে।

এ ছাড়া প্রয়োজনে জাহাজ ভাড়া করে অথবা বাংলাদেশ বিমানে করে আটকেপড়াদের উদ্ধার করা হবে। যারা ইয়েমেন থেকে আসতে চান তারা আসতে পারবেন। এ নিয়ে কোনো সমস্যা হবে না।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সন্ধ্যায় ইয়েমেন থেকে ফিরছে আরও ১০ বাংলাদেশি

আপডেট টাইম : ০৬:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০১৫

ঢাকা : সন্ধ্যায় ইয়েমেন থেকে আরও দশ বাংলাদেশি ঢাকায় ফিরছেন। ‘ফ্লাই দুবাই’র এফ জেড ৫৮৫ নম্বর ফ্লাইট যোগে সন্ধ্যা পৌনে ৭টায় তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

শনিবার বিকেলে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

এর আগে গত শুক্রবার বিকেলে ইয়েমেনে কর্মরত ১১ বাংলাদেশি ঢাকায় পৌঁছে। তাদের মধ্যে আটজন নারী ও শিশু ছিলেন।

পররাষ্ট্র সচিব জানান, ইয়েমেনের এডেন বন্দর থেকে শনিবার ৫৬ জন বাংলাদেশিকে আফ্রিকার দেশ জিবুতিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের ভারতীয় নৌবাহিনীর জাহাজের সহায়তায় জিবুতিতে নিয়ে যাওয়া হয়। এর আগে গত শুক্রবার ইয়েমেনের আল হুদাইদা শহর থেকে ২৭২ জন বাংলাদেশিকে ভারতীয় নৌবাহিনীর জাহাজের সহায়তায় জিবুতিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। যার মধ্যে ২৬১ জন পুরুষ, ৫ জন নারী ও ৫ জন শিশু।

পররাষ্ট্র সচিব আরও জানান, তিন দফায় ৩৬০ জন বাংলাদেশিকে জিবুতিতে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। যার মধ্যে ৩৪০ জন ভারতীয় নৌবাহিনীর জাহাজ এবং ২০ জন এয়ার ইন্ডিয়ার মাধ্যমে ইয়েমেন থেকে জিবুতিতে পৌঁছান।

জিবুতিতে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র সচিব জানান, একটি বৃহদাকার ক্রুজ শিপের মাধ্যমে জিবুতি থেকে ভারতের কেরালার কোচিন বন্দরে বাংলাদেশিদের নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে তাদেরকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটযোগে দেশে ফিরিয়ে আনা হবে।

প্রাপ্ত তালিকা অনুযায়ী ৫০০’র কিছু বাংলাদেশি ইয়েমেনে রয়েছেন বলে জানিয়েছেন মো. শহীদুল হক।

এরই মধ্যে ভারত তাদের উদ্ধার অভিযান শেষ করেছে। এ অবস্থায় ইয়েমেনে আরও বাংলাদেশের নাগরিকের খোঁজ পাওয়া গেলে তাদের কিভাবে উদ্ধার করা হবে এমনটি জানতে চাইলে শহীদুল হক বলেন, আমরা বিকল্প ভেবে রেখেছি। সমস্যা হবে না।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বাংলাদেশকে সহায়তা করছে এবং সামনেও করবে।

এ ছাড়া প্রয়োজনে জাহাজ ভাড়া করে অথবা বাংলাদেশ বিমানে করে আটকেপড়াদের উদ্ধার করা হবে। যারা ইয়েমেন থেকে আসতে চান তারা আসতে পারবেন। এ নিয়ে কোনো সমস্যা হবে না।’