ঢাকা : যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় আজ শনিবার কার্যকর করা হবে।
শুক্রবার রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার রাতেই কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
ফাঁসি কার্যকরের জন্য তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছিল। ইমাম ডেকে আনা হয়েছিল। ৯ জন অস্ত্রধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যকে ভেতরে নেয়া হয়েছিল। বাইরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ ফাঁসির মঞ্চও প্রস্তুত করা হয়েছিলো। দু’টি এ্যাম্বুলেন্সও ভেতরে নেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত পরিবর্তন করে সরকার।
এ বিষয়ে জানতে শুক্রবার রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চাইলে তিনি বলেন, ফাঁসি আজ শুক্রবার নয়; আগামীকাল শনিবার কার্যকর করা হবে।