বেনাপোল (যশোর) : যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় সাত বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। তবে এসময় অবৈধ পারাপারে সহযোগিতাকারী কাউকে আটক করা যায়নি।
শুক্রবার রাত ৯টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাগেরহাটের শহিদুলের ছেলে শেখ রাসেল (১৮), ঝালকাঠির শরিফুলের স্ত্রী ছাবিনা (২০), নুরুল হকের মেয়ে হ্যাপি (২১), আব্দুল হাইয়ের মেয়ে রোকসানা (২৫), যশোরের মফিজুলের স্ত্রী সালমা (২৫), আলমগীরের স্ত্রী রিয়া মন্ডল (২৭) ও মানিকগঞ্জের শেখ আক্কাসের ছেলে স্বাধীন (৩৮)।
পুলিশ জানায়, আটকরা বেশ কিছুদিন আগে দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে যান। পরবর্তীতে সেখান থেকে ফেরার পথে বিজিবি তাদের আটক করে পোর্ট থানায় সোপর্দ করেছে।
তাদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে (১১ সি) ধারায় মামলা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান