ঢাকা : আবারও টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
শুক্রবার প্রকাশিত আইসিসি র্যাং কিংয়ে একনম্বরে আছেন বাংলাদেশের সেরা টাইগার সাকিব আল হাসান। তবে টেস্টে শীর্ষ দশ বোলারের মধ্যে নেই সাকিব।
শীর্ষে থাকা সাকিবের পয়েন্ট ৩৯৮। এর আগে তার সর্বোচ্চ পয়েন্ট ছিল ৪১৯। ৩৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ভারলন ফিল্যান্ডার।
এদিকে সাকিবকে টপকে টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থান দখলকারী ভারতের রবিচন্দন অশ্বিন আছেন এখন তিন নম্বরে। তার পয়েন্ট ৩১৮। চারে আছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। ইংলিশ তারকার পয়েন্ট ২৯৬। পাঁচে আছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য মিচেল জনসন। তার পয়েন্ট ২৯১।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান