ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর জন্য রোববার নিজের প্রার্থিতা ঘোষণা করবেন।
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে একথা বলা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হিলারি এ ঘোষণা দেবেন বলে মনে করা হচ্ছে। এরপর ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে দুই আগাম প্রাইমারির প্রচার চালাতে আইওয়া এবং নিউ হ্যাম্পশায়ারে যাবেন তিনি।
সাবেক এই ফার্স্ট লেডি এর আগে ২০০৮ সালে প্রেসিডেন্ট পদের জন্য লড়েছিলেন এবং এখনো ডেমোক্র্যাটিক দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার একজন শক্তিশালী প্রার্থী।
২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডন্ট বারাক ওবামার কাছে হেরে গিয়েছিলেন হিলারি। ওবামা পরবর্তীতে হিলারিকে পররাষ্ট্রমন্ত্রী করেন। এ পদে ২০১৩ সাল পর্যন্ত ছিলেন হিলারি।
এদিক থেকে ডেমোক্র্যাট দলের প্রার্থীসংখ্যা কম। তবে হিলারিকে মেরিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ও’মেলি এবং খুব সম্ভবত ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে মোকাবেলা করতে হতে পারে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান