ঢাকা :মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আজ রাতে ফাঁসি হচ্ছে না। কারা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ফাঁসি শুক্রবার রাতেই কার্যকর হচ্ছে বলে ধারণা করা হচ্ছিল।
শুক্রবার সন্ধ্যা থেকেই কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়। ৭টা ২০মিনিটে সিনিয়র জেল সুপার ফরমান আলী ফের কারাগারে ঢোকেন। এর পরপরই জোরদার করা হয় নিরাপত্তা পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি ভ্যানে করে কারাগারে বাঁশ নিয়ে যাওয়া হয়।
এদিকে আজ শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কামারুজ্জামানকে আর সময় দেওয়া হচ্ছে না। এরপর থেকে কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার শুরু হয়। তবে কারা সূত্র জানিয়েছে মুহাম্মদ কামারুজ্জামানের আজ রাতে ফাঁসি হচ্ছে না। তবে শিগগিরই রায় কার্যকর হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান