বাংলার খবর২৪.কম: মালয়েশীয় এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের এক ঘণ্টার মধ্যেই জরুরি অবতরণে বাধ্য হয়।
বিমানটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে জাপানের টোকিও যাচ্ছিল।
মালয়েশিয়ান বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের (ডিসিএ) প্রধান জানান, বিমানটির ‘কেবিন প্রেসারে সমস্যা দেখা দেওয়ায়’ ছেড়ে আসা বন্দরে জরুরি অবতরণে বাধ্য হন পাইলট।
সংবাদ মাধ্যমগুলো জানায়, বিমানটির ‘কেবিন প্রেসার ঠিকভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না’ বলে ছেড়ে আসা বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।
বিমানটি জিএমটি সময় ০২৫০ এ (বাংলাদেশ সময় সকাল ৮টা ৫০ মিনিটে) কুয়ালালামপুর বিমানবন্দর ছেড়ে যায়।
ডিসিএ’র মহাপরিচালক আজহারুদ্দিন আবদুল রহমান বলেন, ‘প্রেসার নিয়ন্ত্রণ অসম্ভব’ হয়ে উঠছিল বলে যাত্রীদের অসুবিধার কথা ভেবে ছেড়ে আসা বিমানবন্দরে অবতরণ করেছে বিমানটি।
‘এটা বড় কোনো সমস্যা ছিল না’ বলেও দাবি করেন তিনি। এ ব্যাপারে মালয়েশিয়ান এয়ারলাইন্সের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উড্ডয়নের পর প্রায় ৫০ মিনিটে আকাশে ছিল বিমানটি। কুয়ালালামপুর এয়ারপোর্টে অবতরণের পর ওই বিমানের যাত্রীদের আরেকটি ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয় বলে মালয়েশীয় একটি সংবাদ মাধ্যম জানায়।
গত ছয় মাসের মধ্যে বড় দু’টি ট্র্যাজেডি মালয়েশিয়ান এয়ারলাইন্সকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।
গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিংগামী এমএইচ৩৭০ বিমানটি নিখোঁজের পর ১৭ জুলাই আমস্টারডাম থেকে কুয়ালালামপুরগামী এমএইচ১৭ বিমানটি ভূপাতিত করা হয়। দুটি ট্র্যাজেডিতে ৫৩৭ জন যাত্রীর মৃত্যু হয়।