ঢাকা : আজ রাতেই জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে বলে সূত্র নিশ্চিত করেছে। ইতিমধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে ও বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফাঁসি কার্যকরে কারা কর্তৃপক্ষ সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে।
সন্ধ্যা ৭টা ২০ মিটিটের সময় কারাগারে ফের প্রবেশ করেন সিনিয়র জেল সুপার ফরমান আলী। এদিকে আজ শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে কারাগারে প্রবেশ করেন পুলিশের লালবাগ জোনের ডিসি। রাত আটটা ১৫ মিনিটের দিকে প্রবেশ করেন সিভিল সার্জন আহসান হাবীব। কারাগারের ভেতরে আনা হয়েছে দু’টি এ্যাম্বুলেন্স।
এর আগে শুক্রবার দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে ভাবার জন্য আরো সময় চেয়েছেন কামারুজ্জামান। তাকে সময় দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে কামারুজ্জামান ম্যাজিস্ট্রেটকে কোনো সিদ্ধান্ত দেননি। তিনি ভাববার জন্য আরো একটু সময় চেয়েছেন। সেটি তাকে দেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, সময় তাকে বেশি দেয়া হবে না। ম্যাজিস্ট্রেটরা তাকে দ্রুত সিদ্ধান্ত জানাতে বলেছেন।