বাংলার খবর২৪.কম,ডেস্ক : হিরোশিমায় চলতি সপ্তাহে ভয়াবহ ভূমি ধসে মৃতের সংখ্যা বেড়ে রবিবার ৫০ জনে দাঁড়িয়েছে। নগরীতে আবার নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ায় আরো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন করে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের কারণে দিনরাত ধরে চলা জীবিতদের উদ্ধার প্রচেষ্টা বিঘ্নিত হচ্ছে।
পুলিশের এক মুখপাত্র জানান, রবিবার ভোরে ৮৩ বছর এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জাপানের পশ্চিমাঞ্চলীয় নগরীর আঞ্চলিক পুলিশ সদর দফতর জানায়, ভূমিধসের চার দিন পর এখনো আরো ৩৮ জন নিখোঁজ রয়েছে। নগরীর পার্বত্য এলাকায় এই ভূমি ধসে বেশ কয়েকটি বাড়িঘর মাটি চাপা পড়ে।
স্থল বাহিনীসহ মোট প্রায় ৩ হাজার উদ্ধারকর্মী, দমকল বাহিনী ও পুলিশ সদস্য উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
রবিবার নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ায় আবারো ভূমি ধসের আশঙ্কা করা হচ্ছে। প্রাকৃতিক এই ভয়াবহ দুর্যোগের কারণে প্রায় ১ হাজার ৭০০ লোক ১৩টি সরকারি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।