ডেস্ক: ভারতের মুম্বাই শহরে ২০০৮ সালে সন্ত্রাসী হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত জাকিউর রহমান লাখভি পাকিস্তানের একটি কারাগার থেকে ছাড়া পেয়েছেন।
কর্মকর্তারা বলছেন, লাহোরের একটি আদালত অভিযুক্ত জাকিউর রহমান লাখভিকে জামিনে মুক্তির আদেশ দেওয়ার পর তাকে আজ শুক্রবার সকালে রাওয়ালপিন্ডির কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
গত পাঁচ বছর ধরে তিনি কারাগারে আটক ছিলেন।
মুম্বাইয়ে তিনদিন ধরে চালানো এই হামলায় ১৬০ জনেরও বেশি নিহত হয়।
এই হামলার ঘটনায় দায়ের করা মামলায় মোট সাতজনের বিচার চলছে।
মি. লাখভির এই মুক্তিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ‘দুর্ভাগ্য ও হতাশাজনক’ বলে অভিহিত করেছেন।
ভারতে সামাজিক যোগাযোগের নেটওয়ার্কগুলোতেও এ নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে।
এর আগেও মি. লাখভিকে ছেড়ে দেওয়ার জন্যে আদালত থেকে আরো তিনটি আদেশ দেওয়া হয়েছিলো। কিন্তু সরকারের পক্ষ থেকে আজকে পর্যন্ত তার কারাদেশ বর্ধিত করা হয়েছিলো।
পরে হাইকোর্ট সেই কারাদেশকে অবৈধ ঘোষণা করলে আজ তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ভারতের পক্ষ থেকে মি. লাখভির বিরুদ্ধে অভিযোগ তোলার পর ২০০৮ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানে তাকে আটক করা হয়।
মি. লাখভি পাকিস্তানে যে লস্কর ই তৈবার গ্র“পের সাথে সংশ্লিষ্ট বলে ধারণা করা হয় সেই গ্র“পটির পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি ‘এখন একটি নিরাপদ স্থানে’ অবস্থান করছেন।
তবে তিনি কোথায় আছেন সেবিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
সূত্র : বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান