ঢাকা : সিটি নির্বাচন এই সরকারের আমলে সুষ্ঠু হবে না বলে মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, যে নির্বাচনের মেয়র প্রার্থীর তালিকা প্রধানমন্ত্রীর বাসভবনে বসে তৈরি করা হয় সেই নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ঐক্য আয়োজিত সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও মাহমুদুর রহমান মান্না শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
যে কোন মূল্যে সিটি নির্বাচনে জয়ী হতে হবে মন্ত্রীদের এমন বক্তব্যে রব বলেন, দেশের সরকারি দলীয় মন্ত্রীরা যদি নির্বাচনের আগে এমন কথা বলে তাহলে আমরা কিভাবে বিশ্বাস করবো নির্বাচন সুষ্ঠু হবে?
রাজনীতি করতে হলে জীবন দিতে হবে বলে মন্তব্য করে আব্দুর রব বলেন, রাজনীতির অবস্থা এমন দাঁড়িয়েছে রাজনীতি হয়ে পড়েছে মৃত্যু নির্ভর ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান রাজনৈতি সংকট সরকার গুম, খুম, হত্যা, ক্রসফায়ার দিয়ে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। অন্য দিকে ২০ দলীয় জোট হরতাল অবরোধ দিয়ে পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করে আন্দোলন করতে চাচ্ছে। ক্রসফায়ার দিয়ে সরকার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করছে, আর পেট্রোলবোমায় মারা যাচ্ছে সাধারণ মানুষ। এসব বন্ধ করতে দুই দলের প্রতি আহ্বানও জানান তিনি ।
এই সরকারকে অবৈধ সরকার মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা বলেছিলো ৫ জানুয়ারির নির্বাচন ছিলো সংবিধান রক্ষার নির্বাচন। কিছু দিন পর তিনি বলেছিলেন নির্বাচন দিবেন কিন্তু তিনি তার কথা রাখেন নি।
আওয়ামী লীগকে উদ্দেশ্যে করে রব বলেন, রাজাকার যেমন কোন দিন মুক্তিযোদ্ধা হতে পারবে না, তেমনি আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দল হতে পারবে না। সরকারের বিরুদ্ধে কিছু বললেই তিনি রাজাকার, রাষ্ট্রদ্রোহী স্বাধীনতা বিরোধী, আর সরকারের সাথে থাকলেই সব ঠিক। আওয়ামী লীগ গণতান্ত্রিক হবে বলে আমি মনে করি না।
নাগরিকে ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি করে তিনি বলেন, মান্নাকে গ্রেফতার করার একটি মাত্র কারণ তিনি সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হতে চেয়েছিলেন। অবিলম্বে তার মুক্তি দাবি করছি।
আলোচনা অংশনিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ
নজরুল বলেন, মান্না বিকল্পধারার রাজনৈতিক শক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। সুস্থ রাজনৈতিক ধারাকে বাধা গ্রস্থ করার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তাকে নির্বাচন করতে দেওয়া হয়নি।
সংগঠনের কেন্দ্রীয় সদস্য ফজলুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, জে এস ডির সাধারণ সম্পাদক আব্দুর মালেক রতন প্রমুখ।