নাটোর : দীর্ঘদিন মন দেওয়া-নেওয়ার পর প্রেমিকা শারমিনকে বউ করে ঘরে তুলেছিলেন নাটোরের বাগাতিপাড়ার স্নাতক পাস কোর্সের ছাত্র সুজন (২৮)। তখন হয়তো সংসার জীবনের রঙিন স্বপ্নগুলো রাঙিয়ে দিচ্ছিলো সুজনের কল্পনার আকাশকে। কিন্তু স্বপ্ন বাস্তবায়ন তো দূরের কথা স্বপ্ন দেখাটার শেষ হলো না সুজনের। বিয়ের রাতেই মায়ার সব বাঁধন ছেড়ে চলে গেলেন চিরদিনের জন্য না ফেরার দেশে। বেকার অবস্থায় বিয়ে করায় সমাজের নানান জনের নানান তিরষ্কার, ধিক্কার, মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বিয়ের রাতেই আত্মহত্যার পথ বেছে নিলেন সুজন।
বাগাতিপাড়া ডিগ্রি কলেজের ছাত্র সুজন উপজেলার মাছিমপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
জানা যায়, বাগাতিপাড়ার মাছিমপুর গ্রামের সুজনের সাথে একই গ্রামের শরিফ উদ্দিনের মেয়ে স্কুল ছাত্রী শারমিনের মন দেওয়া-নেওয়া হয় অনেক আগে। দুজনের সম্পর্ক নিয়ে জল কম ঘোলা হয়নি উভয় পরিবারে। তারপরও দুজনের ভালোবাসার কথা চিন্তা করে সম্পর্ক মেনে নেয় উভয় পরিবার। উভয় পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয় সুজন ও শারমিনের।
কিন্তু বিয়ে শেষ হতে না হতেই নানা বিপত্তি। দুজনের অফুরন্ত ভালোবাসা মাঝে বাধা হয়ে দাড়ায় ‘সমাজ’! বেকার অবস্থায় বিয়ে করাতে সমাজের নানান জন নানান কথা বলতে থাকে সুজনকে। এক পর্যায়ে সেটি অসহ্যের পর্যায়ে পৌঁছে। অবশেষে তিরষ্কার, ধিক্কার, মানসিক নির্যানত সহ্য করতে না পেরে বিয়ের রাতেই (বৃহস্পতিবার) সবার অলক্ষ্যে কীটনাশক পান করেন তিনি। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান।
তবে এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান