বগুড়া : বগুড়ার দুর্ধর্ষ লেডি কিলার, ৭ খুনের আসামি মোমিন ওরফে পিচ্চি বাবুর (৩৫) স্বীকারোক্তির ভিত্তিতে তরুণী শাপলা খাতুনকে গণধর্ষণের পর হত্যার মামলার পলাতক আসামি রাফিউল ইসলাম ওরফে রাফি (৩২) কে পুলিশ গ্রেফতার করেছে। সে জেলার শিবগঞ্জ উপজেলার মেঘাখর্দ্দ গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, ২০১৩ সালের নভেম্বরে শাপলা (২০) নামের এক মেয়েকে ঢাকা থেকে বগুড়ার শিবগঞ্জে নিয়ে আসে মোমিন ওরফে পিচ্চি বাবু। পরবর্তীতে এলাকার কতিপয় যুবক ১৫ দিন আটকে রেখে মেয়েটিকে গণধর্ষণ করে। এরপর তাকে ধান খেতে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়।
২০১৪ সালের ১৮ এপ্রিল পুলিশ পিচ্চি বাবুসহ ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর পিচ্চি বাবু তার অপকর্মের ফিরিস্তি তুলে ধরে পুলিশের কাছে। সর্বশেষ পুলিশ পিচ্চি বাবুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গত বুধবার শাপলা খাতুন হত্যাকা-ে জড়িত রাফিউল ইসলাম ওরফে রাফির নাম বলে। এরপর মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার রাতে রাফিকে গ্রেফতার করে।
শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃত রাফি ও সিরিয়াল কিলার পিচ্চি বাবুকে হাজির করা হলে তারা দুজনেই গণধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান