ঢাকা : মহাকাব্যিক এক স্পেলে বাংলাদেশকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন পেসার রুবেল হোসেন। ইংল্যান্ডের বিপক্ষে আগুন ঝড়ানো ওই বোলিংয়ের জন্য বিশ্ব ক্রিকেটের বিজ্ঞজনদের প্রশংসা ভেসেছেন রুবেল। এবার অসাধারণ সেই বোলিংয়ের জন্য বিশ্বকাপের সেরা দশে জায়গা করে নিলেন এই পেসার।
গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যখন ম্যাচ থেকে এক রকম ছিটকেই যাচ্ছিল, তখনই অসাধারণ এক স্পেলে দলকে তুলে আনেন কোয়ার্টার ফাইনালে। এক ওভারে দুর্দান্ত দুটি রির্ভাস সুইংয়ে স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনের স্টাম্প উপড়ে ফেলেন রুবেল। সেই ম্যাচে তার বোলিং ফিগার : ৯.৩-০-৫৩-৪।
প্রথম দিকে কিছুটা মার খেলেও পরে ঠিকই ইংল্যান্ডের রক্ষণ দেয়ালটি ভেঙ্গে দেন রুবেল। আর শেষ দিকে এক বলের ব্যবধানে দুই উইকেট তুলে নিয়ে টাইগারদের জয় নিশ্চিত করেন রুবেল। ওই বোলিংয়ের জন্য বিশ্বকাপের সেরা দশ বোলিংয়ে জায়গা করে নিয়েছেন বাগেরহাটের এই পেসার।
রুবেলে সাথে সেরা দশ বোলিংয়ে আর যারা জায়গা পেয়েছেন, রবিচন্দ্রন অশ্বিন (পাকিস্তানের বিপক্ষে, ৮-৩-৪১-১), টিম সাউদি (ইংল্যান্ডের বিপক্ষে, ৯-০-৩৩-৭), হামিদ হাসান (শ্রীলঙ্কার বিপক্ষে, ৯-০-৪৫-৩), শাপুর জারদান (স্কটল্যান্ডের বিপক্ষে, ১০-১-৩৮-৪), ট্রেন্ট বোল্ট (অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১০-৩-২৭-৫), মিচেল স্টার্ক (নিউজিল্যান্ডের বিপক্ষে, ৯-০-২৮-৬), ইমরান তাহির (শ্রীলঙ্কার বিপক্ষে, ৮.২-০-২৬-৪), ওয়াহাব রিয়াজ (অস্ট্রেলিয়ার বিপক্ষে, ৯-০-৫৪-২) এবং বিশ্বকাপ ফাইনালের সেই বোলিংয়ের জন্য জেমস ফকনার (৯-১-৩৬-৩)।