মাদারীপুর : জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জানানোয় জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের তীব্র সমালোচনা করে নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপিও এসব ফাঁসি নিয়ে কোন কথা বলেনি। তবে কোন স্বার্থে বিদেশিরা এসব কথা বলেন। আমাদের দেশের বিচার হবে আমাদের দেশের আইনানুসারে। তাদের কথায় হবে না। মৃত্যুদণ্ড নিয়ে জাতিসংঘ প্রশ্ন তোলার কে?
মন্ত্রী জাতিসংঘ ও ইইউকে দেশের অভ্যন্তরীণ বিয়ষ কথা না বলার আহবান জানান।
শুক্রবার সকালে মাদারীপুর গ্রইনে ইকো-পার্ক নিমার্ণ কাজের অগ্রগতি দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী একথা বলেন।
নৌমন্ত্রী জানান, সড়কে দুর্ঘটনা অনেকগুলো কারণে হয়ে থাকে। অপ্রশস্ত রাস্তা, ড্রাইভারদের অসচেতনতা, গাড়ির ত্রুটিসহ নানা কারণ থাকতে পারে। ভাঙ্গায় দুর্ঘটনার পিছনে ড্রাইভার ডাকাতদের কারণ বলছে, যাত্রীরা ড্রাইভারকে দুষছেন। এখন দুটি তদন্ত কমিটি করা হয়েছে। তারাই সত্য উদঘাটন করবে।
তবে সড়ক-মহাসড়কে যে সব বাঁক রয়েছে, সেগুলো সোজা করে ডিভাইডার নির্মাণের জন্যে একটি বরাদ্দ পেয়েছি। শীঘ্রই সেই বরাদ্দ দিয়ে বাঁকগুলো সোজা করা হবে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের আর্থিক ব্যয়ে নির্মিত গ্রইনের ইকো-পার্ক নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, মুক্তিযুদ্ধ কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান