ঝিনাইদহ : ঝিনাইদহে নিখোঁজ সেই ব্যবসায়ী তৈমুর রহমান তুরানকে (৩৫) জীবিত উদ্ধার করতে পারেনি পুলিশ। নিখোঁজের এক সপ্তাহ পর যুবদল কর্মী তুরানের লাশ মিলল মাগুরায়।
প্রশাসনের লোক পরিচয় দিয়ে কয়েক ব্যক্তি গত শুক্রবার শহরের আরাপপুর থেকে তুরানকে ধরে নিয়ে যায়। এক সপ্তাহ পর তার গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে মাগুরায়।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের আলমখালী এলাকায় একটি লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
প্রথমে অজ্ঞাত পরিচয় থাকলেও পর নিহতের পরিবারের সদস্যরা লাশটি তুরানের বলে সনাক্ত করে।
তুরান ঝিনাইদহ শহরের আরাপপুর-ক্যাডেট কলেজ এলাকার আজিজুর রহমানের ছেলে। শহরের আরাপপুর বাসস্ট্যান্ডে তার একটি মোটরগাড়ি মেরামতের কারখানা রয়েছে।
এদিকে নিহত তুরান জেলা যুবদলের কর্মী ছিলেন বলে দাবি করেছে বিএনপি।
জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মীর ফজলে এলাহী শিমুল জানান, তুরান বিএনপির অঙ্গসংগঠন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।
নিহতের স্ত্রী তানিয়া আক্তার জানান, গত ৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় তাঁর স্বামী ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পথিমধ্যে শহরের আরাপপুর এলাকার রাবেয়া ক্লিনিকের সামনে একটি মাইক্রোবাস তার গতিরোধ করে। মাইক্রোবাসে থাকা ব্যক্তিরা প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাকে গাড়িতে উঠতে বলে। আপত্তি জানালে অস্ত্র দেখিয়ে তৈমুরকে গাড়িতে তুলে নেওয়া হয়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
তানিয়া আরও জানান, সেদিন ঘটনা শোনার পর ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন। প্রত্যক্ষদর্শীরা তাকে জানান, মাইক্রোবাসে থাকা ব্যক্তিরা সবাই সাদা পোশাকে ছিল। তবে সবার হাতে অস্ত্র ছিল। এরপর তিনি পুলিশ ও প্রশাসনের নানা দপ্তরে খোঁজ করেছেন। কিন্তু প্রশাসন তৈবুরকে আটক করার কথা স্বীকার করেনি।
নিখোঁজের একদিন পর তৈমুরের স্ত্রী তানিয়া আক্তার ঝিনাইদহ সদর থানায় শনিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ব্যবসায়ী তৈবুর রহমানকে প্রশাসনের কেউ আটক করেনি। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও তাকে জীবিত উদ্ধারে তৎপর ছিলেন। প্রশাসনের লোক পরিচয় দিয়ে উঠিয়ে নেওয়া প্রসঙ্গে ওসি জানান, অভিযোগটি সঠিক নয়।