কুষ্টিয়া : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বেগম খালেদার জিয়ার বাড়ি ফেরা মানে গণতন্ত্রে ফেরা নয় এমন মন্তব্য করে বলেছেন, উনি সন্ত্রাসের পথ ছেড়ে গণতন্ত্রের পথে এখনও আসেননি। মনে রাখতে হবে আগুন সন্ত্রাসী খালেদা জিয়ার সমর্থন নিয়ে যারা নির্বাচন করছেন সেসব প্রার্থীরা পোড়া মানুষের গন্ধ গায়ে মাখছেন।
শুক্রবার সকাল ৯ টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সকল প্রার্থী সমান সুযোগ পাবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নির্বাচনী আইন অনুযায়ী সকল প্রার্থীর জন্য সমান সুযোগ দিবে। কিন্তু আগুন সন্ত্রাসের দুষ্কর্মের জন্য জড়িত কোন ব্যক্তিকে রেহাই দেয়ার সুযোগ আমাদের নেই।
যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকর নিয়ে মন্ত্রী বলেন, রায় চূড়ান্ত হয়ে গেছে, আদালত তার কার্যক্রম সম্পন্ন করেছে। শেষ একটা বিচারিক ব্যবস্থা আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করার বিষয়। সেকারণে কামারুজ্জামান সেই সুযোগটা পাচ্ছেন। সর্বশেষ সুযোগটা কার্যকরী হওয়ার পরেই কেবল প্রশাসন আদালতের নির্দেশ কার্যকর করতে পারে। ধীর স্থিরভাবে আদালতের এবং আইনের সব পথ ও সিড়িগুলো অতিক্রম করে প্রশাসন আদালতের সিদ্ধান্ত কার্যক্রম করবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান