ডেস্ক : ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি সামরিক অভিযানকে গণহত্যা বলে অভিহিত করেছেন ইরানের সর্বচ্চো ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই যুদ্ধে সৌদি আরবের জয় হবে না।
টেলিভিশনে এক ভাষণে খামেনি বলেছেন, সৌদি আরবের ব্যাপক আগ্রাসী আচরণে ইয়েমেনে নিরীহ মানুষ মারা পড়ছে যা ঐ অঞ্চলে একটি খারাপ নজির রেখে যাবে।
তিনি বলেন সৌদি আরব যা করছে তা আন্তর্জাতিক আদালতে বিচার যোগ্য।
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ইরান অস্ত্র দিয়ে সহায়তা করছে বলে বহুদিন ধরে অভিযোগ করে আসছে সৌদি আরব।
গত কয়েক সপ্তাহ ধরে এডেন ও সানায় ক্রমাগত অগ্রসর হচ্ছে হুতি বিদ্রোহীরা।
এ অবস্থায় এক রকম পালিয়ে বেড়াচ্ছেন ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বাহ মানসুর হাদি।
সুন্নি নেতা মি: হাদিকে পুনরায় ক্ষমতায় অধ্যুষিত করতে সৌদি আরবের নেতৃত্বে আঞ্চলিক এক কোয়ালিশনের সামরিক অভিযান চলছে।
ইয়েমেনে চলমান সংঘর্ষ শেষমেশ সৌদি আরব আর ইরানের মধ্যেই এক ধরনের দ্বন্দ্ব হয়ে উঠতে পারে বলে আশংকা করা হচ্ছে।
সেই আশংকার মাঝেই সৌদি আরবের অভিযান সম্পর্কে এমন মন্তব্য করলেন ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সূত্র : বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান