ডেস্ক : এ বছর সঙ্গীতজীবনের ৫০ বছর পূর্ণ করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোকিলকণ্ঠি গায়িকা রুনা লায়লা। ১৯৬৪ সালে পাকিস্তানি ছবি 'জুগনু' দিয়ে গানের যাত্রা শুরু হয়েছিল রুনা লায়লার। তখন তার বয়স মাত্র সাড়ে ১২ বছর। এর পর বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজিসহ ১৮টি ভাষায় গান গেয়েছেন তিনি। এ পর্যন্ত গলায় তুলেছেন ১০ হাজারের বেশি গান। স্বীকৃতি হিসেবে পেয়েছেন ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
রুনা লায়লার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার (১০এপ্রিল) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সন্ধ্যা ৭টায় শুরু হবে সেলিব্রেশন অব মিউজিক। রুনা লায়লার সংগীতজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন।
মূল আসরের আগে গতকাল এই অনুষ্ঠানের আয়োজকেরা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন রুনা লায়লা ও ভারতীয় গায়ক কেকে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান