পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন Logo নববর্ষের শুভেচ্ছা জানালেন আসাদুজ্জামান আসাদ আউলিয়ার হাট কাজী নিজামিয়া দাখিল মাদরাসায় সুপারিন্টেন্ডেন্ট Logo মোবাইল কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা Logo চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ও সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo সিসকো’র ‘বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৪’ এওয়ার্ড জিতলো স্মার্ট Logo লালমনিরহাটে ১৬ বছর সংসার করেও প্রেমের টানে ঘর ছুট স্ত্রী! Logo দুধের শিশুকে বিক্রি করলেন বাবা, বিচার চেয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে নিরুপায় মা Logo বগুড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo পাটগ্রামে কীটনাশক খেয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা Logo রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

আজকের রাশিফল (শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫)

আজকের রাশিফল (শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫)

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯):মনে অস্থিরতা আসবে, তবে চিন্তিত হওয়ার কিছুই নেই পরবর্তী দিনে এই অস্থিরতা দূর হয়ে যাবে। এমন কিছু মানুষের সঙ্গে আজ আপনার পরিচয় হবে, যারা কিনা আপনার ভুল ভাবনাগুলোকে সংশোধন করে নতুন করে ভাবতে শেখাবে। দিনটি উপভোগ করার মতো উপকরণ পেয়ে যাবেন দিনের মধ্যভাগে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থদের আচরণগত পরিবর্তন টের পাবেন। অর্থের দিক দিয়ে দিনটি আপনাকে আনন্দেই রাখবে।

বৃষ (এপ্রিল ২০- মে ২০):কারো দ্বারা অনুপ্রাণিত হয়ে সৃষ্টিশীল কাজে মজে যাবে প্রাণ। পথিমধ্যে ঝামেলা হলেও চিন্তার কারণ নেই, সুরাহা হবে একটু ঘাটাঘাটিতে। দীর্ঘবিনিয়োগে লভ্যাংশের দেখা সুনিশ্চিত। প্রতিবেশির সঙ্গে জমিজমা সংক্রান্ত ঝামেলা দূর হবে। বৃষ রাশির জাতকের সঙ্গে কর্কট রাশির জাতকের মনোমালিন্য দেখা দেবে। প্রেমের ক্ষেত্রে সুবাতাস বইবে।

মিথুন (মে ২১- জুন ২০):আত্মিক উদাসীনতা পেয়ে বসবে সকাল করেই। স্বপ্নগুলো বেকার হয়ে যাবে, কাজের মধ্যে থাকলেও মনে হবে সময়টা বৃথায় যাচ্ছে। দিবসের মধ্যভাগে অকল্পনীয় সুন্দর একটি উপহার পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে উন্নতি অবধারিত। বেকারদের কেউ চাকরি নিয়ে দৌড়ের পরে থাকবেন। দূরযাত্রা শুভ।

কর্কট (জুন ২১- জুলাই ২২):আকাশ যতই মেঘলা হোক পথ আপনাকে দেখে নিতেই হবে। বেছে নিতে হবে যাত্রাপথের সঠিক দিক। কুচক্রী মহল আশেপাশে ভিড় করে আপনার মনোযোগ নষ্ট করে দিতে পারে। হওয়া কাজে শেষ নামাতে একটু বেগ পাবেন। তবে আশার কথা হল আপনার দুরদর্শিতার কাছে সবই খেলো হয়ে যাবে। আপনাকে আজ আসাধারণ কেউ অতি সাধারণ ভেবে কাছে টেনে নিতে পারে। নিশ্চিত উপভোগ করবেন।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরার চেয়ে সৃষ্টি করুন নতুন কিছু। প্রকৃতি আপনার হাতে জয় দেখতে চাই। প্রেমের পদ্ম নিয়ে অপেক্ষমানের মান ভাঙানোর সময় যে এসেছে আজ। কর্মক্ষেত্রে নতুনের দেখা পাবেন। আজ বিকেলে বন্ধুদের সঙ্গে জমবে বেশ মজার আড্ডা। তবে মন টানবে বরাবরের মতো পুরনো গান শোনায়। কি করবেন সেটা আপনার ইচ্ছা।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):বাড়ির কাছে আড়শিনগর, সেথায় এক পড়শি বসথ করে, কিন্তু একদিনও তার দেখা পেলেন না। মনের কষ্ট বনে গিয়ে ভুলতে যাবেন যখনই, পড়শি আপনার কান্নার সঙ্গী হবে তখনি। চোখ দিয়ে দেখার চেষ্টা বাদ দিয়ে অন্তর দিয়ে অনুভব করুন। অর্থভাগ্য মন্দ নয়। তবে দূরযাত্রায় কিঞ্চিৎ জটিলতা। বিদেশগামী কন্যার জাতক-জাতিকার একটু সাবধানতা বজায় রাখতে হবে।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):কেউ আপনাকে আজ খুব বেশি বিশ্বাস করবে। দায়িত্ব দিয়ে বসবে নিজের মূল্যবান জিনিসের। মনোযোগ চাইবে শুধু তারই দিকে। কি করবেন সেটা একান্তই আপনার ইচ্ছা। অর্থভাগ্য দারুণ শুভ। দূরযাত্রায় শান্তি অবধারিত। অতিথি সমাগম মনে আনন্দ বয়ে আনবে।

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):অকল্যাণের দেখায় কল্যাণ আসবে, মানে হলো আজ শাপে বর পাওয়া আরকি। ভেবেচিন্তে পা ফেলুন। দূরের মানুষের শত্রুতা মোকাবেলা করা কোনো ঘটনা না হলেও কাছের মানুষের যন্ত্রণা বড় কষ্টদায়ক। আর সেটাই আপনাকে সহ্য করতে হবে। কর্মক্ষেত্রে সম্মানিত হবেন। দায়িত্ব পাবেন আপনার সেকশনের। দূরযাত্রায় বিবেচনা অপেক্ষা করছে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):ধনু আজ কারো বাধা মানার নয়, ছিনিয়ে আনবে কঠিন জয়। নতুন কোনো বন্ধুর সঙ্গে আজ জমবে বেশ। সন্ধ্যায় ঘুরতে যাবেন কিন্তু প্রথমে বুঝতে পারবেন না। পরে দেখবেন কাজের তাগিদে আসেননি, এসেছেন ঘুরতে। আজ অনেক ঘটনায় আপনার কাছে অলৌকিক মনে হতে পারে। পাহাড়ের সৌন্দর্য কাছে টানছে অনেকদিন ধরেই। দূরযাত্রা শুভ।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):দিনের শুরুতে একদমই ভালো লাগছে না, কিন্তু ভাই কমর দিনের শেষ ভাগে আপনার অপার আনন্দ যে অপেক্ষা করছে। একটু ভেবে দেখুন তো এই আনন্দের অপেক্ষাই আপনার মনের অস্থিরতার কারণ কিনা? কর্মযজ্ঞ আপনাকে স্থির হতে বলছে। আপনি এমনিতেই সাদা মনের মানুষ, অবশিষ্ট কালিমা দূর জয় করুন স্বর্গীয় সুখ। অর্থভাগ্য শুভ।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):কর্মক্ষেত্রে, সহকর্মীদের সহায়তা পাওয়ার সম্ভাবনা প্রবল। ভুল করতে করতে আজ বেঁচে যাবেন। তবে এই বেঁচে যাওয়ার প্রক্রিয়াটি দিনের শেষভাগে অব্যাহত নাও থাকতে পারে, তাই আগেই সাবধান হয়ে যান। মনের মানুষটির আজ কীরূপে আপনার সামনে ধরা দিবে তা আর না-ই বা বলি, তবে ইতিবাচক অর্থে নিজেকে ভাগ্যবান হিসেবে ধরে নিন। দূরে কোথাও চলে যাওয়ার সুযোগ থাকবে, সুযোগটি লুফে নিতে দেরি করবেন না।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):ভালোবাসার মানুষ আজ ছাড়তে চাইবে না কিছুতেই। কঠিন বাস্তবতার কাছে সবই অর্থহীন হবে, ছুটতে হবে কর্মক্ষেত্রে। ডাকযোগে উপহার এসে জুটবে আপনার টেবিলে। গোপনীয় জিনিস উদ্ধারে মনোযোগ দিতে হতে পারে দিনের শেষভাগে। বেকারদের কেউ বিদেশ যাওয়ার সুযোগ পাবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

আজকের রাশিফল (শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫)

আপডেট টাইম : ০৩:২৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫

আজকের রাশিফল (শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫)

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯):মনে অস্থিরতা আসবে, তবে চিন্তিত হওয়ার কিছুই নেই পরবর্তী দিনে এই অস্থিরতা দূর হয়ে যাবে। এমন কিছু মানুষের সঙ্গে আজ আপনার পরিচয় হবে, যারা কিনা আপনার ভুল ভাবনাগুলোকে সংশোধন করে নতুন করে ভাবতে শেখাবে। দিনটি উপভোগ করার মতো উপকরণ পেয়ে যাবেন দিনের মধ্যভাগে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থদের আচরণগত পরিবর্তন টের পাবেন। অর্থের দিক দিয়ে দিনটি আপনাকে আনন্দেই রাখবে।

বৃষ (এপ্রিল ২০- মে ২০):কারো দ্বারা অনুপ্রাণিত হয়ে সৃষ্টিশীল কাজে মজে যাবে প্রাণ। পথিমধ্যে ঝামেলা হলেও চিন্তার কারণ নেই, সুরাহা হবে একটু ঘাটাঘাটিতে। দীর্ঘবিনিয়োগে লভ্যাংশের দেখা সুনিশ্চিত। প্রতিবেশির সঙ্গে জমিজমা সংক্রান্ত ঝামেলা দূর হবে। বৃষ রাশির জাতকের সঙ্গে কর্কট রাশির জাতকের মনোমালিন্য দেখা দেবে। প্রেমের ক্ষেত্রে সুবাতাস বইবে।

মিথুন (মে ২১- জুন ২০):আত্মিক উদাসীনতা পেয়ে বসবে সকাল করেই। স্বপ্নগুলো বেকার হয়ে যাবে, কাজের মধ্যে থাকলেও মনে হবে সময়টা বৃথায় যাচ্ছে। দিবসের মধ্যভাগে অকল্পনীয় সুন্দর একটি উপহার পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে উন্নতি অবধারিত। বেকারদের কেউ চাকরি নিয়ে দৌড়ের পরে থাকবেন। দূরযাত্রা শুভ।

কর্কট (জুন ২১- জুলাই ২২):আকাশ যতই মেঘলা হোক পথ আপনাকে দেখে নিতেই হবে। বেছে নিতে হবে যাত্রাপথের সঠিক দিক। কুচক্রী মহল আশেপাশে ভিড় করে আপনার মনোযোগ নষ্ট করে দিতে পারে। হওয়া কাজে শেষ নামাতে একটু বেগ পাবেন। তবে আশার কথা হল আপনার দুরদর্শিতার কাছে সবই খেলো হয়ে যাবে। আপনাকে আজ আসাধারণ কেউ অতি সাধারণ ভেবে কাছে টেনে নিতে পারে। নিশ্চিত উপভোগ করবেন।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরার চেয়ে সৃষ্টি করুন নতুন কিছু। প্রকৃতি আপনার হাতে জয় দেখতে চাই। প্রেমের পদ্ম নিয়ে অপেক্ষমানের মান ভাঙানোর সময় যে এসেছে আজ। কর্মক্ষেত্রে নতুনের দেখা পাবেন। আজ বিকেলে বন্ধুদের সঙ্গে জমবে বেশ মজার আড্ডা। তবে মন টানবে বরাবরের মতো পুরনো গান শোনায়। কি করবেন সেটা আপনার ইচ্ছা।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):বাড়ির কাছে আড়শিনগর, সেথায় এক পড়শি বসথ করে, কিন্তু একদিনও তার দেখা পেলেন না। মনের কষ্ট বনে গিয়ে ভুলতে যাবেন যখনই, পড়শি আপনার কান্নার সঙ্গী হবে তখনি। চোখ দিয়ে দেখার চেষ্টা বাদ দিয়ে অন্তর দিয়ে অনুভব করুন। অর্থভাগ্য মন্দ নয়। তবে দূরযাত্রায় কিঞ্চিৎ জটিলতা। বিদেশগামী কন্যার জাতক-জাতিকার একটু সাবধানতা বজায় রাখতে হবে।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):কেউ আপনাকে আজ খুব বেশি বিশ্বাস করবে। দায়িত্ব দিয়ে বসবে নিজের মূল্যবান জিনিসের। মনোযোগ চাইবে শুধু তারই দিকে। কি করবেন সেটা একান্তই আপনার ইচ্ছা। অর্থভাগ্য দারুণ শুভ। দূরযাত্রায় শান্তি অবধারিত। অতিথি সমাগম মনে আনন্দ বয়ে আনবে।

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):অকল্যাণের দেখায় কল্যাণ আসবে, মানে হলো আজ শাপে বর পাওয়া আরকি। ভেবেচিন্তে পা ফেলুন। দূরের মানুষের শত্রুতা মোকাবেলা করা কোনো ঘটনা না হলেও কাছের মানুষের যন্ত্রণা বড় কষ্টদায়ক। আর সেটাই আপনাকে সহ্য করতে হবে। কর্মক্ষেত্রে সম্মানিত হবেন। দায়িত্ব পাবেন আপনার সেকশনের। দূরযাত্রায় বিবেচনা অপেক্ষা করছে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):ধনু আজ কারো বাধা মানার নয়, ছিনিয়ে আনবে কঠিন জয়। নতুন কোনো বন্ধুর সঙ্গে আজ জমবে বেশ। সন্ধ্যায় ঘুরতে যাবেন কিন্তু প্রথমে বুঝতে পারবেন না। পরে দেখবেন কাজের তাগিদে আসেননি, এসেছেন ঘুরতে। আজ অনেক ঘটনায় আপনার কাছে অলৌকিক মনে হতে পারে। পাহাড়ের সৌন্দর্য কাছে টানছে অনেকদিন ধরেই। দূরযাত্রা শুভ।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):দিনের শুরুতে একদমই ভালো লাগছে না, কিন্তু ভাই কমর দিনের শেষ ভাগে আপনার অপার আনন্দ যে অপেক্ষা করছে। একটু ভেবে দেখুন তো এই আনন্দের অপেক্ষাই আপনার মনের অস্থিরতার কারণ কিনা? কর্মযজ্ঞ আপনাকে স্থির হতে বলছে। আপনি এমনিতেই সাদা মনের মানুষ, অবশিষ্ট কালিমা দূর জয় করুন স্বর্গীয় সুখ। অর্থভাগ্য শুভ।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):কর্মক্ষেত্রে, সহকর্মীদের সহায়তা পাওয়ার সম্ভাবনা প্রবল। ভুল করতে করতে আজ বেঁচে যাবেন। তবে এই বেঁচে যাওয়ার প্রক্রিয়াটি দিনের শেষভাগে অব্যাহত নাও থাকতে পারে, তাই আগেই সাবধান হয়ে যান। মনের মানুষটির আজ কীরূপে আপনার সামনে ধরা দিবে তা আর না-ই বা বলি, তবে ইতিবাচক অর্থে নিজেকে ভাগ্যবান হিসেবে ধরে নিন। দূরে কোথাও চলে যাওয়ার সুযোগ থাকবে, সুযোগটি লুফে নিতে দেরি করবেন না।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):ভালোবাসার মানুষ আজ ছাড়তে চাইবে না কিছুতেই। কঠিন বাস্তবতার কাছে সবই অর্থহীন হবে, ছুটতে হবে কর্মক্ষেত্রে। ডাকযোগে উপহার এসে জুটবে আপনার টেবিলে। গোপনীয় জিনিস উদ্ধারে মনোযোগ দিতে হতে পারে দিনের শেষভাগে। বেকারদের কেউ বিদেশ যাওয়ার সুযোগ পাবেন।