ঢাকা : ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের নিরাপত্তা নিয়ে এখনো শঙ্কিত নির্বাচন কমিশন। তাই নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তার কথা ভেবে পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদলে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন ইসি।
ইসি সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, বিএনপিসহ ২০ দলীয় জোটের হরতাল অবরোধ চলাকালে দেশে যে অস্থিরতা শুরু হয় তা এখনো অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই দেশের কোথাওনা কোথাও চোরাগুপ্তা হামলা হচ্ছে। তাই আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে নিরাপত্তাকেই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে ইসি।
এদিকে বৃহস্পতিবার পুলিশ হেড কোয়ার্টার থেকে পুলিশের বদলির জন্য অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে একটি চিঠির অনুলিপি পাঠানো হয়। একইভাবে চিঠির অনুলিপিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইসির সিনিয়র সহকারী সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষর করে বদলির আনুমতি দিয়ে চিঠিটি পুলিশ হেড কোয়াকোর্টারে পাঠান বলে জানা গেছে।
ইসির সিনিয়র সহকারী সচিব মো. মিজানুর রহমান জানান, নির্বাচনে বাড়তি নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনে রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তবে আরো অনান্য প্রশাসনে পরিবর্তন আসবে কিনা নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কিনা তা ১৯ তারিখ নিরাপত্তা নিয়ে যে বৈঠক আছে সেই বৈঠকের পর জানা যাবে।
পুলিশ কর্মকর্তাদের নাম, পদবী ও প্রস্তাবিত কর্মস্থলগুলো হলো-
(১) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া তাকে বদলি করে অতিরিক্ত পুলিশ সুপার এসপিবিএন ঢাকায় দায়িত্ব দেওয়া হচ্ছে।
(২) সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা তাসমিয়া তাহলীলকে বদলি করে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা (টিআর পদে ) আনা হচ্ছে।
(৩) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, কাজী মনিরুজ্জামানকে অতিরিক্ত পুলিশ সুপার র্যাব এ স্থানান্তর করা হচ্ছে।
(৪) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, মো. আবুল কালাম আজাদকে অতিরিক্ত পুলিশ সুপার র্যাব এ স্থানান্তর করা হচ্ছে।
(৫) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, মো. জাকির হোসেনকে অতিরিক্ত পুলিশ সুপার এসপিবিএন ঢাকাতে বদলি করা হচ্ছে।
(৬) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, মো. মিজানুর রহমানাকে অতিরিক্ত পুলিশ সুপার পিবিআই ঢাকাতে বদলি করা হচ্ছে।
(৭) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, মোহাম্মদ মিজানুর রহমানকে অতিরিক্ত পুলিশ সুপার র্যাব এ বদলি করা হচ্ছে।
(৮) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, মোহাম্মদ শাখাওয়াত হোসেনকে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোর্টার্স ঢাকা (টিআর পদে) বদলি করা হচ্ছে।
(৯) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, মোহাম্মদ আসাদুজ্জামান পিপিএম তাকে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ডিএমপি ঢাকাতে বদলি করা হচ্ছে।
(১০) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, মো. শাহজাহানকে অতিরিক্ত উপÑপুলিশ কমিশনার ডিএমপি ঢাকাতে বদলি করা হচ্ছে।
(১১) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা মুহাম্মদ শাহেদ ফেরদৌস রানাকে অতিরিক্ত পুলিশ সুপার এসপিবিএন ঢাকাতে বদলি করা হচ্ছে।
(১২) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, এস এম রফিকুল ইসলাম পিপিএম-সেবা (দুর্নীতি দমন কমিশনে কর্মরত) তাকে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোর্টার্স ঢাকা (টিআর পদে) বদলি করা হচ্ছে।
(১৩) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, মো. মোস্তফা কামাল রাশেদকে অতিরিক্ত পুলিশ সুপার পিবিআই ঢাকাতে বদলি করা হচ্ছে।
(১৪) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, মো. কামাল হেসেনকে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোর্টার্স ঢাকা (টিআর পদে) বদলি করা হচ্ছে।
(১৫) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, আখতার হোসনে আরাকে অতিরিক্ত পুলিশ সুপার পিটিসি, টাঙ্গাইল বদলি করা হচ্ছে।