পটুয়াখালী : ফরিদপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫ জনের মধ্যে ১১ জনের বাড়ি পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় কলাপাড়া উপজেলায় ৮ জন, সদর উপজেলায় ২ জন ও গলাচিপা উপজেলায় একজন মোট ১১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে প্রশাসন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির আলম জানান, ফরিদপুর সড়ক দুর্ঘটনায় কলাপাড়া উপজেলায় মোট ৮ জন যাত্রী নিহত হওয়ার খবর আমরা নিশ্চিত করেছি।
তারা হলেন- লালুয়া এলাকার হাচনাপাড়া গ্রামের দলিল উদ্দিনের স্ত্রী সূর্য্য বেগম (৭০), বৌদ্বপাড়া এলাকার আলাউদ্দিন মিয়ার পুত্র হেলাল কবির (২৮), চান্দুপাড়া গ্রামের রিপন, সাজুপাড়া গ্রামের শফিকুল ইসলামের শিশু কন্যা আকলিমা আক্তার (৮)। একই উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের আব্দুস সালামের স্ত্রী আসমা বেগম (২৭), পার্শ্ববর্তী মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের সেলিম সিকদারের পুত্র শাহিন সিকদার (২০), মো. নাসির উদ্দিনের ছেলে মাহামুদুল হাসান মিন্টু, ধানখালী ইউনিয়নের আবু বক্কর।
পটুয়াখালী সদর থানার এসআই সুশেন দাস জানান, সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কালিচান্না গ্রামের ফজলুল হকের ছেলে রেজাউল হক (২০), খলিসাখালী এলাকার হকতুল্লা গ্রামের মৃত মোসলেম ফকিরের পুত্র কবির ফকির ও গলাচিপা উপজেলার নলুয়াবাগি এলাকার আমজাদ সিকদারের পুত্র সোহাগ সিকদার (২৯) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নিহতদের লাশ একে একে তাদের নিজ নিজ গ্রামে পাঠিয়ে দেয়া হয়েছে।
কলাপাড়া উপজেলার ৮ জনের মধ্যে ৬ ও পটুয়াখালী সদর উপজেলার কবির ফকিরের লাশ ইতিমধ্যে নিজ বাড়িতে পৌঁচ্ছেছে। জেলা প্রশাসনের পক্ষে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় সাংসদ মাহাবুবুর রহমান তালুকদার নিহতদের স্বজনদের কাছে ১৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার বাতাস।
জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, জেলা প্রশাসনের দেয়া সর্বশেষ খবরে জেলায় ৮ জন নিহত হয়েছে। তবে নিহতদের সংখ্যা বাড়তেও পারে। তাদের প্রত্যেকের পরিবারকে ১৫ হাজার টাকা প্রদান করবে উপজেলা প্রশাসন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান