ডেস্ক : ভারতের সিনিয়র নির্বাচন কমিশনার ড. নাসিম জাইদিকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। চলতি মাসের ১৯ তারিখে ড. জাইদি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন।
বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হরিশঙ্কর ব্রহ্ম চলতি মাসের ১৮ তারিখে অবসর নেবেন।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ব্যাচের আইএএস কর্মকর্তা ড. জাইদি দীর্ঘ সময় ধরে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ে কাজ করেছেন। ২০১৭ সালের জুলাই মাসে জাইদির বয়স ৬৫ বছর হবে। ওই সময় তার মেয়াদ শেষ হবে।
সূত্র : এএফপি।