ডেস্ক : মায়ানমারের উত্তর কাচিন রাজ্যের ফাকান্টের খনি এলাকায় ভূমি ধসে নিখোঁজ হয়েছেন অন্তত ৭০ জন।
বুধবার এ ভূমি ধসের ঘটনা ঘটলেও বৃহস্পতিবার ৭০ জনের নিখোঁজের বিষয়টি দেশটির সংবাদ মাধ্যমে জানা যায়।
জানা যায়, বুধবার ফাকান্টের লক্ষ্মিন গ্রামের কাছে মায়ামনি কোম্পানি লিমিটেডের খনির গর্তের ১৫ দশমিক ২৫ মিটার উঁচু পাড় ধসে পড়ে।
এ সময় খনি এলাকার ৩০টি খনন মেশিনসহ ওই ৭০ জন মাটি চাপা পড়েছেন বলে জানা যায়।
ভিকটিমরা বেশিরভাগ খনি শ্রমিক ও ব্যবসায়ী। তারা ওই এলাকায় অস্থায়ী কুঁড়ে ঘরে বসবাস করতেন।
সূত্রটি আরো জানায়, শতাধিক কোম্পানি এই এলাকায় খনি ব্যবসার সঙ্গে জড়িত।
এর আগে মার্চ মাসের শেষ দিকে একই শহরে ভূমি ধসে ৯ জনের মৃত্যু হয়।
সূত্র : সিনহুয়া নিউজ এজেন্সি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান