ডেস্ক : অবরোধ তোলার আগে চূড়ান্ত চুক্তি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন ইরানের সবোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
তিনি এ প্রসঙ্গে বলেন, সম্প্রতি ছয় জাতি গ্রুপের সঙ্গে ইরানের পরমাণু আলোচনায় (চূড়ান্ত বা পাকাপোক্ত) কোনো সমঝোতা অর্জিত হয়নি এবং সম্ভাব্য সমঝোতা বা চুক্তির বিষয়বস্তু নিয়েও বাধ্যতামূলক অবস্থান নেয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।
বৃহস্পতিবার এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
সর্বোচ্চ নেতা পরমাণু আলোচনা প্রসঙ্গে আরো বলেন, যে সমঝোতা ইরানের মুসলিম জাতির জন্য সম্মান বয়ে আনবে আমি সেই সমঝোতাকে শতভাগ সমর্থন জানাবো, আর কেউ যদি বলেন যে আমি সমঝোতা অর্জনের বিরোধী তা হলে তা হবে অসত্য বক্তব্য।
তিনি আরো বলেন, যদি নিষেধাজ্ঞাগুলো অবসানের বিষয়টিকে এক নতুন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয় তাহলে পরমাণু আলোচনা অর্থহীন হয়ে যাবে, কারণ, আলোচনার লক্ষ্যই হলো নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়া এবং সব নিষেধাজ্ঞাই সমঝোতা অর্জনের দিন থেকেই তুল নিতে হবে।