বাংলার খবর২৪.কম মেহেরপুর : ভোট কেন্দ্র দখল, ব্যাপক কারচুপি ও ভোট প্রদানে বাধা দেওয়ার অভিযোগ এনে গাংনীর ষোলটাকা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনি ভোট বর্জন করেছেন।
রোববার বেলা ১২টার দিকে গাংনী উপজেলা চত্বরে শহীদ মিনারে উপস্থিত হয়ে সাংবাদিক সম্মেলন করে মনিরুজ্জামান মনি ভোট বর্জনের ঘোষণা দেন।
তিনি অভিযোগ করে বলেন, প্রশাসনের কর্মকর্তাদের বারবার অভিযোগ দেওয়ার পরও তারা কোনো কাজ না করায় বাধ্য হয়ে এ নির্বাচন বর্জন করছি।
তিনি জানান, বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে তারা এলাকায় মহড়া দিয়ে বেড়াচ্ছে এবং ভোটারদের হুমকি ধামকি দিচ্ছে। বিএনপি সমর্থিত ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান