ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে ৩০০তম গোল করে এখন তৃতীয় স্থানে রয়েছেন। সর্বাধিক গোলদাতাদের তালিকাতে রয়েছেন তিনি। অপর দুজন হলেন কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো ও রাউল।
পর্তুগাল ফরোয়ার্ডটির ৬৮ মিনিটে দেয়া গোলে রিয়াল গত বুধবার রাতে রায়ো ভায়েকানোর বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয়ী পায়। অপর গোলটি করেন হামেস রদ্রিগেস। এ জয়ে রিয়াল শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে চার পয়েন্টের ব্যবধানটি ধরে রাখতে সক্ষম হলো। ক্লাবটির হয়ে নিজের ২৮৮তম খেলায় হেডে বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেই রোনালদো আনন্দে মেতে ওঠেন। যদিও এ খেলাটিতে ডাইভিংয়ে কারণে রেফারি অযৌক্তিকভাবে তাকে হলুদ কার্ড দেখান।
বার্সেলোনা এ রাতে রিয়াল মাঠে নামার আগেই আলমেরিয়ার বিরুদ্ধে ৪-০ গোলে জয়ী হয়। ফলে দু’দলের ব্যবধানটা বেড়ে দাঁড়িয়েছিল সাত পয়েন্টে। কিন্তু রায়ো ভায়োকানোর মাঠে জিতে তা কমিয়ে আনতে সক্ষম হয় রিয়াল। যদিও গোলশূন্য প্রথমার্ধ ভুগিয়েছে কোচ কার্লো আনচেলোত্তির দলটিকে।
এ প্রসঙ্গে কোচ বলেন, ‘মাঠে আমরা তাদের অনেক চাপে রাখতে চেয়েছিলাম। কিন্তু প্রথমার্ধে আমাদের খেলা সন্তোষজনক ছিল না। দ্বিতীয়ার্ধে আমরা অনেক পরিপূর্ণ ছিলাম। আমরা ভাল খেলেছিলাম এবং যোগ্যতার নিরিখেই জয়ী হই।’
রোনালদো অ্যানচেলোত্তির কোচিংয়ে এ নিয়ে ৮৯ খেলায় ৯৯ গোল করলেন। আগের খেলাতেই গ্রানাডার বিরুদ্ধে পাঁচ গোল করেছিলেন ৩০ বছর বয়সী এই স্ট্রাইকারটি। এখন তার সামনে আছেন ৩৯৬ খেলায় ৩০৭ গোল করা স্টেফানো এবং ৭৪১ খেলায় ৩২৩ গোল করা রাউল। বার্নাব্যুর এই দুই কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার জন্য অবশ্য রোনালদোর যথেষ্ট সময় আছে এখনো। চলতি মৌসুমে লা লিগায় রোনালদোর এটি ৩৭তম গোল। ৩৩ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বার্সেলোনার লিওনেল মেসি।
কোচ অ্যানচেলোত্তির দাবি এটি ছিল পেনাল্টি কিন্তু তা না দিয়ে রেফারি উল্টো রোনালদোকে ডাইভিংয়ের অভিযোগে হলুদ কার্ড দেখান।
অ্যানচেলোত্তি জানিয়েছেন তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।
সংখ্যায়
রোনালদো
ম্যাচ গোল ডান পায়ে গোল বাম পায়ে গোল হেডে গোল পেনাল্টি মেরে গোল অপরের গোলে জোগান
২৮৮ ৩০০ ২০৬ ৫২ ৪১ ৫৫ ৭৭
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান