ঢাকা : ঢাকা উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রামসহ তিন সিটি নির্বাচনে লড়াইয়ে আছেন ৪৮ জন মেয়র প্রার্থী।
ঢাকা সিটি উত্তর : ১৬
ঢাকা সিটি উত্তরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল, বিএনপি চেয়ারপারসনের ছেলে আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল, সিপিবির আব্দুল্লহ আল ক্কাফী রতন, জাসদ সমর্থিত প্রার্থী নাদের চৌধুরী, গণসংহতির মো. জোনায়েদ আব্দুর রহমান সাকি, বিকল্পধারার মাহী বি. চৌধুরী, মো. শামছুল আলম চৌধুরী, এ ওয়াই এম কামরুল ইসলাম, কাজী মো. শহীদুল্লহ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, চৌধুরী ইরাদ আহম্মদ সিদ্দিকী, মো. আনিসুজ্জামান খোকন, মো. জামান ভূঞা, শেখ শহিদুজ্জামান, শেখ মো. ফজলে বারী মাসউদ মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
ঢাকা সিটি দক্ষিণ : ২০
ঢাকা সিটি দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন, বিএনপি নেতা মির্জা আব্বাস, আসাদুজ্জামান রিপন, জাতীয় পার্টি সমর্থিত মোহাম্মদ সাইফুদ্দিন, মো. আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ, মো. রেজাউল করিম চৌধুরী, মো. আব্দুল খালেক, জাহিদুর রহমান, আবু নাছের মোহাম্মদ মাসুদ হোসাইন, বাহরানে সুলতান বাহার, শাহীন খান, দিলীপ ভদ্র জাসদ সমর্থিত শহীদুল ইসলাম, শফিউল্লহ চৌধুরী, এ এস এম আকরাম, আব্দুর রহমান, বজলুর রশীদ ফিরোজ, মশিউর রহমান, সাবেক সাংসদ গোলাম মওলা রনি, আয়ুব হোসেন।
এ ছাড়াও চট্টগ্রাম সিটি নির্বাচনে ১২ জন মেয়র প্রার্র্থীর কেউ প্রার্থীতা প্রত্যাহার না করায় তারা সবাই প্রতিদ্বন্দ্বিতায় আছেন।
রিটার্নিং কর্মকর্তারা জানান, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে যারা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছে তাদের সংখ্যা হিসেবে পরে পরে জানানো হবে।