
চট্টগ্রাম : নির্বাচনী পরিবেশ বিঘ্ন হওয়ার আশংকায় শুক্রবার চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম সংবর্ধনা অনুষ্ঠান বন্ধ রাখতে বিসিবিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এ নিয়ে একটি চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
বিশ্বকাপে বীরোচিত পারফরমেন্সের কারণে বিশ্ব ক্রিকেটে ব্যাপক প্রশংসিত হয়েছে টাইগাররা। ফলে গত রোববার বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত হয় ১০ এপ্রিল চট্টগ্রামে দেওয়া হবে তাদের প্রথম সংবর্ধনা। এ ঘোষণা দিয়েছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।